শুক্রবার ৮ আগস্ট ২০২৫ ২৪ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


নারীর ক্ষমতায়ন : প্রসঙ্গ কর্মক্ষেত্রে নারীপুলিশ
আশরোফা ইমদাদ
প্রকাশ: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৫:০০ PM

কলিংবেল বেজেই চলেছে অনবরত। কে যেন দরজায় দাঁড়িয়ে আছে অনেক্ষণ। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে দরজা খুলে দেয় আনিলা চৌধুরি। দরজা খুলতেই সামনে দাঁড়ানো নেভিব্লু ইউনিফর্মের অবয়বকে দেখে চোখে পানি চলে আসে আনিলার। ইউনিফর্মের গায়ে জ্বলজ্বল করছে মানহা আলীনা লেখা সোনালী রঙের ব্যাজটি। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়লেও ঠোঁটে আছে প্রশান্তির হাসি। আনিলা নিজে পুলিশের পোশাক গায়ে জড়াতে না পারলেও তার মেয়ে পুলিশ বাহিনীর এক গর্বিত সদস্য হবে বলে স্বপ্ন দেখেছে এতদিন। আনিলার এতো বছরের ইচ্ছা আজ পূর্ণ হয়েছে, সৃষ্টিকর্তা মায়ের ডাকে সাড়া দিয়েছেন। তার মেয়ে মানহা আজ বিসিএস পুলিশ ক্যাডারে এএসপি হিসেবে জয়েন করেছে। 

“বাংলাদেশ পুলিশ” বাংলাদেশের আইন শৃংখলা রক্ষাকারী সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সরকারের স্বরাস্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রিত। বাংলাদেশের স্বাধীনতার পর পুলিশ বাহিনীতে নারীর অংশগ্রহণ ছিল না। ১৯৭৪ সালে প্রথম আট জন নারী কনস্টেবল নিয়োগ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তবে তারা কাজ করতেন সাদা পোশাকে। ১৯৭৪ সালে স্পেশাল ব্রাঞ্চে মোট ১৪ জন নারীকে নিয়ে নারী পুলিশের প্রথম যাত্রা শুরু হয়। এরমধ্যে ০৭ জন ছিলেন সাব-ইন্সপেক্টর এবং ০৭ জন নারী কনস্টেবল। ১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশে নারী সদস্য নিয়োগের ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের ভিত্তিতে সরকারের অনুমোদন সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশে আটজন নারী সাব-ইন্সপেক্টর ও বিশজন কনস্টেবলের পদ সৃস্টি করা হয়। এরপর আশির দশকে পুলিশ বাহিনীর অর্গানোগ্রামে সংশ্লিষ্ট সব পদ স্থায়ীকরণের মাধ্যমে নারী পুলিশের অবস্থান শক্ত জায়গায় আসে। মাত্র ১৪ জন নারী সদস্যের নিয়োগের মধ্যে দিয়ে যে পথ চলা শুরু হয়েছিল, সময়ের আবর্তে ২০২১ সালে তা ১৫ হাজার ১৬৩ জনে দাঁড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে অর্থাৎ বিভিন্ন ইউনিটে কর্মরত প্রথম শ্রেণির নারী কর্মকর্তা আছেন ২৭৪ জন। এদের মধ্যে অতিরিক্ত আইজিপি ০১ জন, উপমহাপরিদর্শক পদে ০২ জন, অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে ০৪ জন, ৭২ জন পুলিশ সুপার, ১০৯ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১২ জন সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে ১০০ জন ক্যাডার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এরমধ্যে প্রশিক্ষণরত পুলিশ সুপার আছেন ১৮ জন। এছাড়া, ১০৪ জন ইন্সপেক্টর, ৫৮৬ জন এসআই, ২৯ জন সার্জেন্ট, ৮৯৯ জন এএসআই, ১০ জন নায়েক, ১০ হাজার ৮০ জন কনস্টেবল আছেন। এরমধ্যে প্রশিক্ষণরত কনস্টেবল আছেন ১ হাজার ১২৭ জন।  

নারীদের পুলিশে যোগদান নিয়ে একসময় নেতিবাচক দৃষ্টিভঙ্গী ছিলো। অনেকেই মনে করতেন, নারীরা নার্স, শিক্ষক কিংবা ব্যাংকার হবেন। তারা কেন পুলিশ অফিসার হবেন? এ মানসিকতা এখন আর নেই। ১৯৮৪ সালে ক্যাডারে প্রথম নিয়োগ পেয়ে কাজে যোগদান করেন পাঁচ জন নারী পুলিশ অফিসার। এরপর প্রায় ১৪ বছর পুলিশ বাহিনীতে ঊর্দ্ধতন পদে নারী পুলিশ অফিসারদের নিয়োগ বন্ধ ছিল। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস এ আটজন (০৮) নারী সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে পুলিশ ক্যাডারে নারীদের প্রবেশাধিকার আবার উন্মুক্ত হয়। দ্রুত বাড়তে থাকে পুলিশে নারীদের উপস্থিতি; সেসঙ্গে বাড়তে থাকে নারী পুলিশের সুনাম আর সাফল্য, প্রসারিত হতে থাকে নারী পুলিশের কর্মক্ষেত্রের ব্যাপ্তিও।

নারীর এ অগ্রযাত্রার পথ সহজ ছিলো না কখনোই। পুলিশে যোগ দেয়ার পর নারী পুলিশদের প্রথম চ্যালেঞ্জ হলো পোষাক। একটি মেয়ে বা বাড়ির বউ পুলিশের পোষাক পরে রাস্তায় ডিউটি করবে, এটি সহজভাবে মেনে নিতে সমাজ প্রস্তুত নয় এখনো। যদিও তা আগের তুলনায় অনেক বদলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিশের পোষাক পরে ডিউটি করার সময় নারী পুলিশ সদস্যদের নানা ধরণের অপমানজনক কথাবার্তা শুনতে হয়। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে ব্যাক্তিগত, সামাজিক ও পারিবারিক নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। নারী পুলিশ সদস্যদের সমস্যাগুলো সম্পর্কে এক শ্রেণির পুরুষ কর্মকর্তার অসংবেদনশিলতা এ সমস্যাকে আরো প্রকট করেছে। নারী পুলিশ সদস্যরা জানান, পুলিশে নারীদের জন্য কর্মপরিবেশ আগের চেয়ে উন্নত হলেও তা সন্তোষজনক নয় এখনো। বিশেষ করে কনস্টেবল, নায়েক, এএসআই, এসআইদের মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা ধরণের সমস্যায় পড়তে হয়। নারীদের কাজের  ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো পুরুষের সংখ্যাগরিষ্ঠতা এবং নারীর সংখ্যায় কম হওয়া। কর্মক্ষেত্রে বিভিন্ন সময় নারী পুলিশ অফিসারদের প্রতি অন্যান্য অল্পসংখ্যক অফিসাররা ইতিবাচক থাকলেও অনেক সহকর্মীর মনোভাব হতাশাজনক। প্রতি পদক্ষেপেই নারী পুলিশ সদস্যকে প্রমাণ করতে হয় যে, তারা পুলিশে চাকরি করতে পারে। কারণ পুলিশের মোট জনবলের চেয়ে নারীর সংখ্যা মাত্র ০৭ ভাগ। তবুও তারা থেমে যাননি। পুলিশের নারী সদস্যরা মেধা, যোগ্যতা আর দক্ষতার প্রমাণ দিয়ে দেশে-বিদেশে কাজ করছেন। কনস্টেবল থেকে অ্যাডিশনাল আইজিপি-সব পদেই নারীদের সরব উপস্থিতি। ডিআইজি থেকে পুলিশ কনস্টেবল, প্রত্যেক জায়গাতেই নারীরা তাদের যোগ্যতার স্বাক্ষর রাখছেন। 

শুধু তাই নয়, বর্তমান সরকার পুলিশ বাহিনীতে নারীদের অগ্রযাত্রা তরান্বিত করতে জাতিসংঘ মিশনেও অগ্রাধিকার ভিত্তিতে পাঠাচ্ছে নারীদের। বাংলাদেশের নারী পুলিশ এখন মিশন এরিয়ায় অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন এবং নিজেদের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে ৭৯ জন নারী পুলিশ অফিসার শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। ২০১০ সাল থেকে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পরিচালনা করছেন বাংলাদেশের নারী পুলিশ। সেখানে এ পর্যন্ত ১ হাজার ৪ শত জন নারী পুলিশ কাজ করেছেন। 

বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা থেকে শুরু করে চাঞ্চল্যকর বিভিন্ন মামলার রহস্য উদ্ঘাটন করেছেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় রাজপথে ট্রাফিক ম্যানেজমেন্ট করছেন নারী সদস্যরা। পুলিশ সদর দপ্তর থেকে শুরু করে পুলিশের সব ইউনিটেই বর্তমানে নারী পুলিশ সদস্যরা কাজ করছেন। তারা তাদের মেধা, যোগ্যতা, সাহসিকতা ও দক্ষতার প্রমাণ দিয়ে পুরুষের সঙ্গে সমানতালে কাজ করছেন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণ, জলদস্যুদের দমন ও মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ভূমিকায় থেকে অভিযানে অংশ নিচ্ছেন তারা। পাশাপাশি অগ্রিম গোয়েন্দা তথ্য দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায়ও অবদান রাখছেন নারীপুলিশ সদস্যরা। কাজ করছেন নারী নির্যাতন, পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ, একতরফা তালাকের ক্ষেত্রে দেনমোহর ও খোরপোষ আদায় এবং যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যার বিরুদ্ধে। দায়িত্ব পালনকালে এমনকি তারা বিলিয়ে দিয়েছেন তাদের জীবনও। পুলিশের সর্বত্রই চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তারা। 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল সেন্টারের ৮০ ভাগ কর্মরত নারীপুলিশ। কল টেকার হিসেবে ইতোমধ্যে নিজেদের প্রতিভার পরিচয় দিয়ে আলোচনায় উঠে এসেছেন এখানে পুলিশ সদস্যরা। মুজিববর্ষ উপলক্ষ্যে সারা দেশের থানাগুলোতে নারী ও শিশুডেস্ক চালু করা হয়েছে। এগুলো পরিচালনা করছে পুলিশের নারী সদস্যরা। এখানে প্রায় চার হাজার নারী পুলিশ সদস্য কাজ করছেন। তবে এখানে আরও জনবল প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়াও রাজধানী ঢাকাসহ সারা দেশে নয়টি ভিক্টিম সাপোর্ট সেন্টার পরিচালনা করছে নারী পুলিশ সদস্যরা। নারী পুলিশের কাছে একজন নির্যাতিত নারী তার সমস্যার কথা পুরোপুরিভাবে খুলে বলতে পারেন। কিন্তু পুরুষ পুলিশের কাছে সেভাবে বলতে পারেন না। এমনকি একজন নারী অপরাধীকে আইনের আওতায় আনতেও একজন নারী পুলিশ জরুরি।

নারী পুলিশের বিভিন্ন সমস্যা সমাধান, নেতৃত্ব ও দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৮ সালে চালু করা হয়েছে ‘বাংলাদেশ উইমেন পুলিশ নেটওয়ার্ক (বিপিডব্লিউএন)’। বাংলাদেশ পুলিশে নারীদের সর্বোচ্চ অবদান নিশ্চিত করা, পুলিশের সব পদ ও ইউনিটে নারী প্রতিনিধিত্ব বাড়ানো, নারী পুলিশের উন্নয়ন ও অগ্রগতি, পুলিশে নারীদের জন্য উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, জেন্ডার সংবেদনশীল পুলিশ পরিসেবা দেয়া এবং সমাজে নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করার কৌশলগত লক্ষ্য নিয়ে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক তিন বছর (২০২১-২০২৩) মেয়াদী কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করেছে।

বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের ৮ মার্চ বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড ২০১৮ প্রদান করা হয়েছে। ছয়টি ক্যাটাগরিতে মোট ২০ জন নারী পুলিশ সদস্য এই অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এছাড়াও ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’, ‘বাংলাদেশ পুলিশ পদক’ এ ভূষিত হচ্ছেন অনেক নারী পুলিশ। ২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে নারী পুলিশের আন্তর্জাতিক সম্মেলন। এ সম্মেলনের মধ্যেদিয়ে বাংলাদেশের নারী পুলিশের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে। বাংলাদেশ নারী পুলিশকে অন্যদের জন্য দৃষ্টান্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

সকল সমস্যা উপেক্ষা করে নিজের স্বতন্ত্র পরিচয়ে সমাজে গ্রহণযোগ্যতা, পারিবারিক মূল্যায়ন প্রতিষ্ঠায় এগিয়েছে নারীরা। এগিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড ইচ্ছাশক্তি, সুযোগ, লড়াই করার মনোবল ও অপরকে সাহায্য করার মানসিকতা, কর্মক্ষেত্রে পুরুষ সহকর্মীদের সহযোগিতাপূর্ণ মনোভাব ও পরিবারের সাপোর্ট প্রয়োজন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী নারী, দুই প্রধান রাজনৈতিক দলের প্রধান নারী, স্পিকারও নারী। শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, দেশের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ও নারীর ক্ষমতায়নে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। অপরাধ দমন ও নিরাপত্তায় নারীপুলিশরা সমানতালে এগিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায়। চ্যালেঞ্জিং পেশা পুলিশে অভাবনীয় সাফল্য পেয়েছে নারীরা; মিলেছে স্বীকৃতিও। পাশাপাশি বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির বিষয়ে অবদান রেখে চলেছেন তারা। এখনো সর্বত্র শুধু নারীপুলিশের প্রশংসা। নারী চ্যালেঞ্জ নিতে পারবে- এমন মানসিক অবস্থানে সমাজ পুরোপুরি এখনো আসেনি। আর এজন্য সমাজের সকল স্তরে মানসিকতার পরিবর্তন জরুরি। সহযোগিতার হাত বাড়িয়ে অপেক্ষার সে প্রহর শেষ হোক আমাদের সবার। 

আশরোফা ইমদাদ, তথ্য অফিসার, পিআইডি, ঢাকা।

পিআইডি- শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্প কার্যক্রম।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com