বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫ ৬ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


খেলাধুলা
‘প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হয়ে বার্সায় ফেরার প্রতিশ্রুতি মেসির
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ৩৪)
লিওনেল মেসি আবারও বার্সেলোনায় ফেরার প্রতিশ্রুতি দিয়েছেন। সমর্থকদের ভোটে ক্লাব ইতিহাসের ‘সবচেয়ে প্রিয় খেলোয়াড়’ নির্বাচিত হওয়ার পর এই বার্তা দেন আর্জেন্টাইন তারকা। এত প্রতিদ্বন্দ্বীর মধ্যেও এমন সম্মান পাওয়া তাকে গর্বিত করেছে, আর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক সময় তিনি অবশ্যই কাতালুনিয়ায় ফিরবেন।

বার্সা সমর্থকদের ভোটে ইয়োহান ক্রুইফ, রোনালদিনহো, জাভি ও ইনিয়েস্তাদের ছাড়িয়ে ক্লাবের সর্বকালের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘এই পুরস্কারটা বিশেষ কারণ এটি বার্সা সমর্থকদের কাছ থেকে এসেছে। তাদের সঙ্গে আমরা অনেক ভালো–মন্দ সময় কাটিয়েছি। এটিই আমার ঘর, আমার জায়গা, আমার মানুষ।’
ইন্টার মায়ামিতে খেললেও বার্সেলোনার সঙ্গে মেসির বন্ধন অটুট।

ভবিষ্যতে স্ত্রী অ‍্যান্টোনেলার সঙ্গে বার্সেলোনায় স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনাও তার।  মেসি বলেন, ‘অবশ্যই আমি ফিরব। একসময় স্টেডিয়ামে সাধারণ সমর্থকের মতো বসে দলকে সমর্থন করব। এখন আরও কয়েক বছর মায়ামিতে থাকব সম্ভবত, তবে আমরা বার্সেলোনায় ফিরে যাব—কারণ এটাই আমাদের ঘর। আমরা খুব মিস করি।’

সম্প্রতি বার্সেলোনায় ক্যাম্প ন্যু পরিদর্শনে গিয়েছিলেন মেসি। আধুনিকায়নের পর আইকনিক এই স্টেডিয়াম আবারও উদ্বোধনের অপেক্ষায়।

২০২১ সালে বার্সেলোনার আর্থিক সংকটের কারণে নতুন চুক্তি করা সম্ভব না হলে বাধ্য হয়েই পিএসজিতে যোগ দেন মেসি। তিনি বলেন, ‘পরিস্থিতির কারণে ভিন্নভাবে যেতে হয়েছিল, কিন্তু বার্সেলোনার সঙ্গে কাটানো স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। সমর্থকদের সামনে বিদায় জানাতে না পারাটা কষ্ট দেয়।’

এমএলএস মৌসুম শেষে বার্সায় সম্ভাব্য লোনে ফেরার গুঞ্জন অনেকটাই থেমে গেছে। মেসি ইতোমধ্যে ইন্টার মায়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন তিন বছরের চুক্তি করেছেন। ৩৮ বছর বয়সে তিনি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকবেন বলেই আশা করা হচ্ছে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

খিলগাঁওতে মাইক্লোর শোরুম উদ্বোধন করলেন হাবিব ওয়াহিদ
অর্ধশতাধিক অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিলেন তারেক রহমান
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা
ত্রিশালে গুডাউনে অগ্নিকান্ডে কোটি টাকা ক্ষয়ক্ষতি, ইউএনও'র পরিদর্শন
ত্রিশালে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

গরীবের চিকিৎসক খ্যাত ডাক্তার তোতা আর নেই
তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত
ঝিনাইগাতী গারো পাহাড়ের জঙ্গলে অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার
ভোলায় ১৫ মাস অনুপস্থিত থেকে নিয়মিত বিল তুলছেন অধ্যক্ষ
৩১ দফা বাস্তবায়নে ত্রিশালে বিএনপি নেতা জয়নাল আবেদীনে মতবিনিময়
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com