রবিবার ২ নভেম্বর ২০২৫ ১৮ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারির এখতিয়ার সরকারের নাই: বিএনপি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম   (ভিজিট : ৭৬)

জুলাই জাতীয় সনদে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি-২ এবং সংযুক্তি-৩ এ সংযোজিত করা হয়েছে। সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে ‘আদেশ’ আইনের মর্যাদাপ্রাপ্ত, অতএব সেটি জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। বিএনপি মনে করে, সরকারের এমন আদেশ জারির এখতিয়ার নাই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত মঙ্গল ও বুধবার (২৮ ও ২৯ অক্টোবর) দুই দিন স্থায়ী কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। মঙ্গলবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ শীর্ষক প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘যে সব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সব সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমারা একমত হতে পারছি না।’

তিনি বলেন, ‘এসব সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মনগড়া যেকোনও সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে আনতে পারে।’

মির্জা ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে জাতির সামনে তিনি বিএনপির অবস্থান তুলে তুলে ধরেছেন। প্রয়োজনে বিএনপি আবারও প্রধান উপদেষ্টার কাছে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ বিএনপি কোনও কর্মসূচিতে যাবে না। আমরা এখনও বিশ্বাস করি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘যদি আমরা সমাধান না চাইতাম, তাহলে এভাবে বসে বলতাম না। আমরা চাই সমাধান। এই যে ক্রান্তিকাল, সেখান থেকে আমরা উত্তরণ করতে চাই। বাস্তবায়নের জন্য যে সুপারিশ এসেছে, সেখানে আমরা ভিন্নমত জানিয়েছি।’

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ।  সালাহ উদ্দিন বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত সৃষ্টি না করে বিভক্তি সৃষ্টি করছে। এটার পেছনে কোনও উদ্দেশ্য আছে কিনা জানি না।’







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীর প্রধানকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার
বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরাম’-এর আত্মপ্রকাশ
ইসলাম ছাড়া পৃথিবীর কোনো আইনে ন্যায়বিচার হতে পারে না: ড. মাসুদ
ধানের শীষের প্রচারণায় গাজীপুর -১ আসনে বিএনপির নৌকায় শোভাযাত্রা
কক্সবাজারে ৩য় ম্যারাথন অনুষ্ঠিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ডেন্টেক সাংহাই ২০২৫-এ বিএফডিএস কে বিশেষ সম্মাননা
বোলারদের প্রশংসায় উভয় দলের ক্রিকেটাররা
জুলাই সনদ নিয়ে বিরোধ হতাশাজনক, সিদ্ধান্ত দ্রুত হবে: আসিফ নজরুল
“যারা গণভোট চায় না, তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়”: ড. মাসুদ
কুমিল্লায় পলাতক ছাত্রলীগ নেতা–কর্মীদের আকস্মিক মিছিল, পুলিশি অভিযানে ১২ জন গ্রেফতার
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com