প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:০৩ পিএম (ভিজিট : ১৭)

ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত চুক্তির তালিকার বেশিরভাগই সঠিক নয়। বাস্তবে অনেক প্রকল্পের অস্তিত্বই নেই।
মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চুক্তির তালিকা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘যে তালিকাটি এসেছে এটা কোনো একজন দিয়েছে...সার্কুলার করেছে। সেটা সম্ভবত একজন উপদেষ্টা তার নিজের ফেসবুকে রিপোস্ট করেছেন একটা কমেন্টসহ।’
তবে তৌহিদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের করা কমেন্ট নিয়ে কোনো মন্তব্য করতে চননি। তিনি বিষয়টি পরিষ্কার করতে এলওসি-সম্পর্কিত চুক্তিগুলোর তালিকা পড়ে শোনান এবং বলেন, এর কিছু চুক্তি এখনো পর্যালোচনার পর্যায়ে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছে।