মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৫ আশ্বিন ১৪৩২
 
শিরোনাম:


রাজধানী
নদী দিবসে শিশুদের চিত্রাঙ্কন: রংতুলির ক্যানভাসে নদীর কান্না
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ পিএম   (ভিজিট : ২৭৯)

ঢাকার সেগুনবাগিচার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় গতকাল রোববার সকালটা ছিল অন্যরকম। ছোট্ট শিশুর হাতের তুলিতে ক্যানভাসে ভেসে উঠছিল নদী। কোথাও আঁকা স্বচ্ছ জলের ঢেউ, কোথাও ভেসে উঠেছে দূষিত নদীর হাহাকার। রঙের মধ্য দিয়েই শিশুরা যেন বলে দিচ্ছিল, নদী কাঁদছে– এই নদী বাঁচাতে হবে।

বিশ্ব নদী দিবস উপলক্ষে ‘নদীর কান্না’ শিরোনামে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), রিভার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ (আরএসডিবি) এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ।

আলোচনার শুরুতেই ধারণাপত্র উপস্থাপন করেন রিভার বাংলার সম্পাদক ফয়সাল আহমেদ। তিনি বলেন, নদীরও একটি মন আছে, তাকে কষ্ট দিলে সে কান্না করে। প্রতিদিনের দূষণ, ময়লা ফেলা সেই কষ্টেরই প্রতিচ্ছবি। পরিবার থেকেই শিশুদের শেখাতে হবে ময়লা যেখানে-সেখানে ফেলা যাবে না।

মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ সভাপতির বক্তব্যে বলেন, পানি দূষণ এখন মানববসতির জন্য বড় হুমকি। তাঁর মতে, বাংলাদেশকে হাইড্রলিক দেশ হিসেবে ঘোষণা দেওয়াই সময়ের দাবি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সাবেক সভাপতি ফজলে রেজা সুমন বলেন, নীলনদ আর টেমস নদীও এক সময় দূষণে নষ্ট হয়েছিল। কিন্তু জনগণের আন্দোলনে সেই নদী আবার প্রাণ ফিরে পেয়েছে। একইভাবে আমাদেরও এগিয়ে আসতে হবে।

ডরপের প্রতিষ্ঠাতা এ এইচ এম নোমান বলেন, এক সময় মানুষ নদীর পানি সরাসরি পান করত। এখন বোতল বা ফিল্টার ছাড়া সম্ভব নয়। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদা পারভিন বলেন, আমরা নদীকে আমাদের মতো করে রাখতে পারিনি। বুয়েটের অধ্যাপক ড. সারা নওরিন বলেন, নদী ও পরিবেশ রক্ষা করে দেশের প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ করা যায়।

রিভার অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল গাজী বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে নদী দখল ও দূষণমুক্ত রাখার বার্তা পৌঁছে দেওয়া।

আলোচনা শেষে তিনটি বিভাগে ১৫ জন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ক্যাটেগরিতে তিনজনসহ মোট ১৮ শিশুকে পুরস্কার দেওয়া হয়।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

মুক্তি পাচ্ছে পপির শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই দরপত্র ছিনতাই
এন্ডোডোন্টিক সোসাইটির অধীনে ৪ দিনব্যাপি আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত
এশিয়া কাপে ব্যর্থতায় পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার ছাড়পত্র স্থগিত
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা রবিবার, আগের চেয়ে কমবে খরচ
মিডিয়া ব্ল্যাকআউট ভাঙতে শহিদুল আলম যোগ দিচ্ছেন গাজাগামী মিডিয়া ফ্লোটিলায়
ফের শাকিবের বাড়িতে অপু বিশ্বাস
পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ভারত
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com