প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৩ পিএম (ভিজিট : ১৩৮)
এশিয়া কাপে নিজেদের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। আবু ধাবিতে আজ অবশ্য টস জিতেছে শ্রীলঙ্কান দল। তারা শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।
টস হারলেও বাংলাদেশ অধিনায়ক লিটন বলেছেন, তিনি শুরুতে ব্যাটিংই করতেন। লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা বলেছেন, পিচটা নতুন মনে হচ্ছে। সে কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
একাদশে কারা:
বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মেহেদী হাসান, তানজিম হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।