শিরোনাম: |
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সিনিয়র সদস্য বাদল আহমেদ আর নেই। সোমবার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র ও বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি সংগঠনের ক্রান্তিকালে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাদল আহমেদের গ্রামের বাড়ি বগুড়ায়। বাদল আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সেখানে বাচসাসের পক্ষ থেকে কার্যনির্বাহী পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরবর্তীতে বাদ আসর রাজধানীর গোলাপবাগে দ্বিতীয় জানাজা শেষে ধলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।