বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বাচসাস নেতা সাংবাদিক বাদল আহমেদ আর নেই
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৬:২৪ PM আপডেট: ২৫.০৮.২০২৫ ৬:৫০ PM

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সিনিয়র সদস্য বাদল আহমেদ আর নেই। সোমবার সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র ও বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহ-সভাপতি ছিলেন। এছাড়া তিনি সংগঠনের ক্রান্তিকালে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাদল আহমেদের গ্রামের বাড়ি বগুড়ায়। বাদল আহমেদের প্রথম নামাজে জানাজা জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সেখানে বাচসাসের পক্ষ থেকে কার্যনির্বাহী পরিষদ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরবর্তীতে বাদ আসর রাজধানীর গোলাপবাগে দ্বিতীয় জানাজা শেষে ধলপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবের জানাজায় বিপুল সংখ্যক বাচসাস সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাচসাসের সাবেক সভাপতি আবদুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূইয়া, বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাচসাসের সাবেক সভাপতি রাজু আলীম, সাবেক সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সহ-সভাপতি অনজন রহমান, সাবেক সহ-সাধারণ শফিকুল আলম মিলন, সাবেক দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর ও সিনিয়র সদস্য নূর উদ্দিন আহমেদ, এডহক কমিটির সাবেক আহবায়ক হাবিবুল হুদা পিটু, বাচসাস নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম রাজু, সাবেক সহ-সভাপতি লিটন এরশাদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক হামিদ মোহাম্মদ জসিম সহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সহ-সভপতি সালাম মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, অর্থ সম্পাদক রুহল সাখওয়াত, আর্ন্তজাতিক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক রুহল আমিন ভূইয়া, নির্বাহী সদস্য হাফিজ রহমান এবং চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব এ সময় উপস্থিত ছিলেন।

বাদল আহমেদের মৃত্যুতে বাচসাস পরিবার গভীর শোক প্রকাশ করেছে। বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পন এবং সাধারণ সম্পাদক রাহাত সাইফুল এক শোকবার্তায় মরহুমের আÍার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার দায়িত্বহীন: এনসিপি
গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ!
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
তিন দফা দাবিতে শাহবাগে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স'
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com