বৃহস্পতিবার ২৮ আগস্ট ২০২৫ ১৩ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


জাকসুতে ছাত্রদলের প্যানেল ঘোষণা, ভিপি সাদী- জিএস বৈশাখী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:১৫ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে তানজিলা হোসাইন বৈশাখীকে মনোনীত করা হয়েছে৷

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য চব্বিশ’ প্রাঙ্গণে প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। প্যানেল ঘোষণা শেষে ‘অদম্য চব্বিশ’ প্রাঙ্গণে শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়েছেন প্রার্থীরা।

প্যানেলে যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস-পুরুষ) পদে সাজ্জাদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক(এজিএস-নারী) পদে আঞ্জুমান আরা ইকরা, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ইয়ামিন হাওলাদার এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে লিখন চন্দ্র রায় মনোনীত হয়েছেন। 

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জাহিদ হাসান খাঁন, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. আবিদুর রহমান সহ-সাংস্কৃতিক সম্পাদক, মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, তথ্য-প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে মো. জাবের হাসান মনোনীত হয়েছেন।

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন পদে মো. তাওহিদুর রহমান খাঁন, সহ-সমাজসেবা (পুরুষ) পদে শাকিল সর্দার, সহ-সমাজসেবা (নারী) পদে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক পদে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া (পুরুষ) পদে রুহুল আমিন সুইট, সহ-ক্রীড়া (নারী) পদে মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে জহিরুল ইসলাম, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক পদে মো. মমিনুল ইসলামকে মনোনীত করা হয়েছে।  

কার্যকরী সদস্য (পুরুষ) হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ এবং কার্যকরী সদস্য (নারী) সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা এবং শায়লা সাবরীন নিঝুমকে মনোনীত হয়েছে।

প্যানেলে শীর্ষ পদসহ ৭ ছাত্রী ও ১ জন হিন্দুধর্মালম্বী প্রার্থী রয়েছেন৷ এ নিয়ে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ভূমিকা ও অংশগ্রহণ ছিল অবিস্মরণীয় এবং উল্লেখযোগ্য। নারী-পুরুষের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্যানেলের শীর্ষপদসহ অন্যান্য পদে নারী প্রার্থীর উপস্থিতি রেখেছে জাতীয়তাবাদী ছাত্রদল।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

১৫০০-২০০০ ব্যক্তি ভোলাগঞ্জের সাদা পাথর লুট করে: হাইকোর্টে প্রতিবেদন
প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সরকার দায়িত্বহীন: এনসিপি
গারো পাহাড়ে খাবারের সন্ধানে লোকালয়ে বন্য হাতির দল, দেখতে ভিড় জমাচ্ছে উৎসুক মানুষ!
শেরপুরে খাদ্যে ভেজাল দেওয়ায় মদিনা ফুডকে ৫০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

নেইমার-ভিনি-রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণার ব্যাখ্যা দিলেন আনচেলত্তি
তিন দফা দাবিতে শাহবাগে ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স'
রাজধানীর কমলাপুর রেলস্টেশনে নারীকে কুপিয়ে হত্যা, যুবক আটক
প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com