শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


দিল্লিতে ধসে পড়লো মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল, ভেতরে আটকা অনেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৮:১০ PM

ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থল ধসে পড়েছে। এতে সেখানে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, দিল্লির নিজামউদ্দিন এলাকায় সম্রাট হুমায়ুনের সমাধির একটি অংশের ছাদ ধসে পড়ে। ওই সময় সেখানে অন্তত ১০ জন আটকা পড়েন।

এদিকে, ভারতীয় বার্ত সংস্থা পিটিআইয়ের তথ্যানুযায়ী, শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে দিল্লি ফায়ার সার্ভিসে একটি ফোন আসে। সেখানে বলা হয়, সমাধিস্থলের একটি গম্বুজের অংশ ভেঙে পড়েছে। তবে হিন্দুস্তান টাইমসকে কিছু সূত্র জানায়, মূলত সমাধি চত্বরের বাইরে অন্য একটি ভবনের ছাদ ধসে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বিষ্ণু কুমার পিটিআইকে বলেন, আমি হুমায়ুনের সমাধিতে কাজ করি। হঠাৎ শব্দ শুনে আমার সুপারভাইজার দৌড়ে আসেন। আমরা দ্রুত লোকজন ও প্রশাসনকে খবর দিই। ধীরে ধীরে আমরা আটকে পড়া মানুষদের বের করে আনি।

কর্তৃপক্ষ জানায়, দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান চলছে। দক্ষিণ-পূর্ব জেলার ডেপুটি পুলিশ কমিশনার (ডিসিপি) হিন্দুস্তান টাইমসকে নিশ্চিত করেছেন, ধসে পড়া ছাদের নিচ থেকে মোট ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।

ডিসিপি আরও জানান, স্টেশন হাউজ অফিসার (এসএইচও) ও স্থানীয় পুলিশ সদস্যরা খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মী ও ‘ক্যাটস’অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসে। পরে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফও) উদ্ধার অভিযানে যোগ দেয়।

এই স্মৃতিস্তম্ভটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি একটি সমাধিসৌধ, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট। তার পুরো নাম ছিল নাসির-উদ-দিন মুহাম্মদ হুমায়ুন। তিনি তার বাবা বাবরের মৃত্যুর পর ১৫৩০ সালে সিংহাসনে আরোহণ করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
প্রথমবার টেলিভিশনে কালজয়ী অভিনেত্রী শবনম
নেপালকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ 'এ' দল
দেশের স্বাধীনতাকে রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব: বিমানবাহিনী প্রধান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফ্রান্সে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে: সাত্তার আলী সুমন
ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দেশের আরও ৫ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com