শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


সিরিয়ার উপকূলে গণহত্যায় যুদ্ধাপরাধ হওয়ার সম্ভাবনা: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৫:২১ PM

অন্তর্বর্তীকালীন সরকারি বাহিনী এবং সিরিয়ার সাবেক শাসকদের অনুগত যোদ্ধারা গত মার্চে সাম্প্রদায়িক সহিংসতায় লিপ্ত হয়। বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, মার্চ সংঘটিত একাধিক গণহত্যায় যুদ্ধাপরাধ হয়েছে। উপকূলীয় এলাকায় সংঘটিত এই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘের সিরিয়া তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। মূলত আলাওয়ি সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে অপহরণের মতো ঘটনাও এখনও ঘটছে। 

প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত এক বিবৃতিতে স্বাধীন আন্তর্জাতিক সিরিয়া তদন্ত কমিশনের চেয়ার পাওলো সের্জিও পিনহেইরো বলেন, ‘আমাদের প্রতিবেদনে নথিভুক্ত সহিংসতার ব্যাপ্তি ও নৃশংসতা অত্যন্ত উদ্বেগজনক।’

৫৬ পৃষ্ঠার এই প্রতিবেদনে জাতিসংঘের দল হত্যাকাণ্ড, নির্যাতন এবং মৃতদেহের প্রতি অমানবিক আচরণের প্রমাণ নথিভুক্ত করেছে। তারা ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী ২০০ জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকার এবং তিনটি গণকবর পরিদর্শনের মাধ্যমে সংগ্রহ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, অধিকাংশ নিহত ছিলেন ২০-৫০ বছর বয়সী আলাওয়ি পুরুষ। তবে নারী ও এক বছরের শিশুকেও হত্যা করা হয়েছে। আসাদের সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের সদস্যদের খুঁজতে বাড়ি বাড়ি যেত হত্যাকারীরা, নিজেরাই এই মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও ধারণ করত।

অপরাধীরা অন্তর্বর্তীকালীন সরকারি বাহিনীর সদস্য ছিল, পাশাপাশি তাদের সঙ্গে কার্যকরী অবস্থায় থাকা বা কাছাকাছি থাকা বেসরকারি ব্যক্তিও এতে জড়িত ছিল। আসাদ সরকারের অনুগত যোদ্ধারাও লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনটি সর্বসমন্বিত নয়। কারণ হোমস, লাতাকিয়া ও তারতুসে সংঘটিত ঘটনাগুলোর তদন্ত কমিশন এখনও চালিয়ে যাচ্ছে। এই কমিশন ২০১১ সালে জাতিসংঘ মানবাধিকার পরিষদ দ্বারা গঠিত হয়।

উপকূলে সংঘটিত এই ঘটনা ছিল গত বছর প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে সিরিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সহিংসতা।

প্রতিবেদনের জবাবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি এক চিঠিতে বলেন, “সিরিয়ার আরব প্রজাতন্ত্র এই প্রচেষ্টাকে মূল্যায়ন করে এবং নতুন সিরিয়ায় প্রতিষ্ঠান গঠন ও আইনের শাসন সুদৃঢ় করার চলমান প্রক্রিয়ায় সুপারিশগুলো অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।”

তিনি জানান, প্রতিবেদনটি সরকারের নিজস্ব অনুসন্ধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

রাশিয়ায় গানপাউডার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ
রাজধানীতে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
প্রথমবার টেলিভিশনে কালজয়ী অভিনেত্রী শবনম
নেপালকে বড় লক্ষ্য দিল বাংলাদেশ 'এ' দল
দেশের স্বাধীনতাকে রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব: বিমানবাহিনী প্রধান
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফ্রান্সে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে: সাত্তার আলী সুমন
ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দেশের আরও ৫ পোশাক কারখানা পেল পরিবেশবান্ধব লিড সনদ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com