শনিবার ১৬ আগস্ট ২০২৫ ১ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


শেখ হাসিনা না পালালে আমাদের কবর রচনা হতো: হান্নান মাসউদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:৫৩ PM আপডেট: ১৫.০৮.২০২৫ ৬:৫৫ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে না পালালে এতদিনে আমাদের কবর রচনা হয়ে যেতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদী ভাঙন এলাকায় জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসবো না। কখনো বলবো না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইবো অবহেলিত এ জনপদের উন্নয়ন হোক। যিনি হাতিয়া দ্বীপের উন্নতি করতে পারবেন আপনারা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

নিজেদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বে না জড়ানোর ওয়াদা করিয়ে তিনি বলেন, আপনারা সবাই আমার কাছে ওয়াদা করেন, নিজেরা নিজেদের মধ্যে কেউ হানাহানি মারামারি করবেন না। বিএনপি-জামায়াত কিংবা এনসিপি যে যে দলই করুক আমরা যদি নিজেরা নিজেদের মধ্যে মারামারি করি, অরাজকতার সৃষ্টি করি তাহলে সারাদেশের মানুষ আমাদের খারাপ বলবে।

হাতিয়া দ্বীপের উন্নয়নের পরিকল্পনা জানিয়ে মাসউদ বলেন, আমি সরকারের কোনো মন্ত্রী-উপদেষ্টা কিংবা কোনো কিছুতেই নেই। আমার বিশেষ কোনো ক্ষমতাও নেই। আপনারা যেমন আপনাদের সুখ-দুঃখের কথা আমার কাছে শেয়ার করেন তেমনি আমিও আপনাদের সুখ-দুঃখের সেসব কথাগুলো সরকারের সঙ্গে জড়িতদের জানাই। তাদের অনুরোধ করে আপনাদের জন্য বিভিন্ন প্রকল্প আনার চেষ্টা করি।

নদী ভাঙন নিয়ে এনসিপির এ নেতা বলেন, আমার নিজের চাচা খালারাও অসংখ্যবার নদী ভাঙনের শিকার হয়ে সবকিছু হারিয়েছেন। নদী ভাঙনের কষ্ট আমি বুঝি। হাতিয়াতে বিনিয়োগের জন্য এ মাসের শেষের দিকে জাপান থেকে একটি টিম হাতিয়া পরিদর্শন করতে আসবেন। আমরা যদি ঠিকভাবে কাজ করার সুযোগ পাই আগামী ৫ বছরের মধ্যে হাতিয়া দ্বীপ সেন্টমার্টিন থেকেও সুন্দর হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির নোয়াখালীর সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত, হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী সামছল তিব্রিজসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ক্যাম্পাসের প্রিয় অনুজ, আমার ছবিটা প্রিন্ট করে জুতা নিক্ষেপ করো: খায়রুল বাসার
ভারতে মাটিতে খেলবেন রোনালদো, প্রতিপক্ষ এফসি গোয়া
রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার প্রভাবকে কাজে লাগাতে চায় বাংলাদেশ: বারনামাকে ড. ইউনূস
অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যুর ঘটনার সিন্ডিকেটের মূলহোতা গ্রেপ্তার
যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্র ও জনগণের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন আহমেদ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ফ্রান্সে বেড়ে উঠা আগামী প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি প্রচার করতে হবে: সাত্তার আলী সুমন
ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
জাতীয়করণের দাবিতে সরকারকে এক মাসের আলটিমেটাম, দাবি না মানলে টানা কর্মবিরতি
ঝিনাইগাতীতে সব ধরনের সবজির দাম বৃদ্ধি
নেপালের বিপক্ষে প্রাথমিক দলে আছেন হামজা চৌধুরী
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com