প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৫:৫২ PM
টপ অ্যান্ড টি-২০ সিরিজে জাতীয় দলের ছায়াদল নিয়ে গঠিন বাংলাদেশ ‘এ’ দলকে ২২৮ রানের বিশাল লক্ষ্য দিয়েছে পাকিস্তান শাহিনস তথা ‘এ’ দল। ৪ উইকেট হারিয়ে ওই রান করেছে পাকিস্তানের দলটি।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হওয়া ম্যাচে টপ জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে খাজা নাফি ও ইয়াসির খান ১১৮ রান যোগ করেন। দুই ওপেনার নাফি ও ইয়াসির ফিফটি তুলে নেন। পরে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেন আব্দুস সামাদ। তাদের ব্যাটে বড় রান পেয়েছে পাকিস্তান শাহিনস।
চিটাগং কিংসের হয়ে বিপিএল মাতিয়ে যাওয়া নাফি ৩১ বলে ৬১ রানের ইনিংস খেলেন। আটটি চার ও দুটি ছক্কা মারেন ২৩ বছর বয়সী এই ব্যাটার। ইয়াসির ৪০ বলে ৬০ রান যোগ করেন। তার ব্যাট থেকে সাত চার ও দুই ছক্কা আসে।
তিনে ব্যাট করা সৈয়দ মোহাম্মদ আব্দুস সামাদ ২৭ বলে ৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন। তিনি একটি চার মারলেও ছক্কা তোলেন পাঁচটি। এছাড়া ইরফান খান ১২ বলে ২৫ রানের ইনিংস খেলেন।
বাংলাদেশের বোলাররা ছিলেন খরুচে। ব্যাটিং বান্ধব উইকেটে অধিনায়ক নুরুল হাসান সোহান বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসানকে দিয়ে শুরু করান। তিনি শুরুতে তো ভালো করতে পারেনইনি। বরং ৪ ওভারে ৪৩ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। জাতীয় দলের নিয়মিত মুখ পেসার হাসান মাহমুদ ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। মৃত্যুঞ্জয় ৪ ওভারে ৩৯ ও রিপন মন্ডল ৪৫ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন। বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মাহফুজুর রাব্বি ৩ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। সাইফ হাসান ১ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান খরচা করেন।