বুধবার ১৩ আগস্ট ২০২৫ ২৯ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৫:৫৯ PM

আগামী মাসে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। সোমবার (১১ আগস্ট) প্রকাশিত এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংয়ের সঙ্গে যৌথ বিবৃতিতে আলবানিজ বলেন, দ্বি-রাষ্ট্র সমাধান, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে আন্তর্জাতিক অগ্রগতির ধারাবাহিকতায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে। সেপ্টেম্বরে হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দেবে অস্ট্রেলিয়া।

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে চলমান সহিংসতার চক্র ভাঙার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে দ্বি-রাষ্ট্র সমাধান। এর মাধ্যমেই গাজায় অনাহার, সংঘাত এবং ভোগান্তির অবসান হবে।

এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে ফ্রান্স, ব্রিটেন ও কানাডা। এই তালিকায় অস্ট্রেলিয়ার নাম যুক্ত হওয়ায় ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে বলে মত প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

ক্যানবেরাতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলবানিজ বলেছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত নির্দিষ্ট কিছু অঙ্গীকারের ভিত্তিতে স্বীকৃতি নির্ভর করবে। এরমধ্যে রয়েছে, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় সশস্ত্র হামাস গোষ্ঠীর কোনও সম্পৃক্ততা না থাকা।

গাজায় সামরিক নয়, বরং রাজনৈতিক সমাধান জরুরি বলে উল্লেখ করে আলবানিজ জানান, বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি এ কথা বলেছেন।

গাজায় সামরিক অভিযান সম্প্রসারণ ও গাজা সিটি দখলের এক পরিকল্পনা গত সপ্তাহে অনুমোদন করেছে নেতানিয়াহু সরকার। সে সময় এর ব্যাপক সমালোচনা করেছিল অস্ট্রেলিয়া।

আলবানিজ বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে গাজার প্রতি আইনি ও নৈতিক অঙ্গীকার পালনে ব্যর্থ হয়েছেন নেতানিয়াহু। তাদের এই ব্যর্থতাই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সিদ্ধান্তকে আরও উদ্বুদ্ধ করেছে।

তিনি বলেন, নেতানিয়াহু সরকার অবৈধ বসতি সম্প্রসারণ, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তির হুমকি এবং প্রকাশ্যে ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করে দ্বি-রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংস করছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানান পেনি ওং।

উল্লেখ্য, গত মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলায় গত মাসে অস্ট্রেলিয়ার সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ফ্রান্সের সিদ্ধান্তকে 'বেপরোয়া' বলে অভিহিত করেছিলেন রুবিও।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত আমির মাইমন অস্ট্রেলিয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, তাদের সিদ্ধান্ত ইসরায়েলের নিরাপত্তা দুর্বল করে ও জিম্মি মুক্তির আলোচনাকে ক্ষতিগ্রস্ত করে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

তরুণদের সামরিক প্রশিক্ষণ দিয়ে গণপ্রতিরক্ষায় যুক্ত করতে হবে: নাহিদ ইসলাম
ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
উপদেষ্টাদের দুর্নীতিতে সম্পৃক্ততা প্রমাণিত হলে ছাড় নেই: দুদক চেয়ারম্যান
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নানা আয়োজনে কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

উজ্জ্বল-নয়নকে উপদেষ্টা করে অনুরাগ’র পথচলা
গাজীপুরে ব্যারিস্টারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩
মিথ্যা তথ্যে ‘জিরো রিটার্ন’ দিলে ৫ বছরের জেল
দেশের জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবেই পরিচালিত হবে: তারেক রহমান
ইনশাআল্লাহ শিগগিরই দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা হবে: তারেক রহমান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com