শনিবার ২৬ জুলাই ২০২৫ ১১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


উত্তরায় বিমান বিধ্বস্ত
নেগেটিভ গ্রুপের ডোনারদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫:৫৬ PM

উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসায় রক্তের সংকট দেখা দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্তের চাহিদা বেড়েছে। এ অবস্থায় নেগেটিভ গ্রুপের রক্তদাতাদের বার্ন ইনস্টিটিউটে আসার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২১ জুলাই) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, এরই মধ্যে শতাধিক রোগীর শরীরে অপারেশন ও চিকিৎসার জন্য রক্ত প্রয়োজন হচ্ছে। অথচ পর্যাপ্ত রক্ত মজুত নেই। বিশেষ করে বি নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ এবং এ নেগেটিভ গ্রুপের রক্ত সবচেয়ে বেশি প্রয়োজন।

হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা বারবার মাইকিং করে বলছেন, যারা রক্ত দেবেন, দয়া করে বার্ন ইউনিটের ৮ম তলায় চলে যান। নেগেটিভ গ্রুপের রক্ত এখন খুব বেশি প্রয়োজন।

আনসার সদস্য রেজাউল করিম বলেন, আহতদের চিকিৎসায় ডোনাররা সাড়া দিচ্ছেন। তবে আমাদের কাছে ভেতর থেকে নেগেটিভ গ্রুপের রক্তের ডোনারদের চাওয়া হচ্ছে। আমরাও মাইকে তাদের বিষয়ে বলছি। এখানে যাদের নেগেটিভ গ্রুপের ব্লাড আছে তারা ওপরে দ্রুত চলে যান।

ডোনার নিক্সন বলেন, আমি বি পজিটিভ গ্রুপের রক্ত দিতে যাই, কিন্তু সেখানে এবি পজিটিভ, এবি নেগেটিভ এবং ও নেগেটিভসহ সব নেগেটিভ গ্রুপের ব্লাডের সংকট দেখেছি।

হাসপাতালের এক চিকিৎসক বলেন, বাচ্চা, নারী ও শিক্ষার্থীদের মধ্যে অনেকেই গুরুতর দগ্ধ। তাদের বারবার রক্ত দিতে হচ্ছে। কিন্তু আমাদের ব্লাড ব্যাংকে নেগেটিভ গ্রুপের রক্ত প্রায় শেষ।

দগ্ধদের স্বজনরাও ছুটে যাচ্ছেন রক্ত দিতে। এক স্বজন বলেন, আমার রক্তের গ্রুপ মেলে না, আমি চাইলেও দিতে পারছি না। সবাইকে অনুরোধ করছি, যাদের নেগেটিভ গ্রুপ, দয়া করে এগিয়ে আসুন।

এ অবস্থায় সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের দ্রুত রক্তদানে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট কর্তৃপক্ষ।

রক্ত দিতে ইচ্ছুকরা সরাসরি বার্ন ইনস্টিটিউটের ৮ম তলায় যোগাযোগ করতে পারেন। অথবা হাসপাতাল কর্তৃপক্ষের হেল্প ডেস্কে নাম লেখাতে পারবেন। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

এবার মৃত্যুর কাছে হার মানলো জারিফ
বড়পর্দায় পা রাখছেন তিশা
টিম ডেভিডের রেকর্ডে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
ইসরায়েলি হামলায় একদিনে গাজায় নিহত ৮৯, মোট প্রাণহানি ছাড়াল ৫৯ হাজার ৬৭০
জলোচ্ছ্বাসে ১৫ জেলা প্লাবিত হওয়ার শঙ্কা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

বার্সেলোনায় বাংলাদেশ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩
চেয়ারম্যান প্রার্থী হাজী আশরাফ উদ্দিনের পক্ষে দুই ভাইয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও নির্বাচনী সালাম
মাইলস্টোনে নিহতদের স্মরণে সাভারের গোপাল আখড়ায় প্রার্থনা সভা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com