বৃহস্পতিবার ২৭ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


ধর্ম
১৫০ বছরের পুরোনো মসজিদ আবারও চালু করলেন আজারবাইজান প্রেসিডেন্ট
প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ৬:৩৮ পিএম   (ভিজিট : ২৭৫)
আজারবাইজানের আগদামে পুনরুজ্জীবিত করা হয়েছে দেড়শ বছরের পুরোনো এক মসজিদ। গত শুক্রবার (১৮ জুলাই) ঐতিহাসিক জিয়াসলি মসজিদটির পুনর্নির্মিত সংস্করণের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। দীর্ঘদিন পর ঐতিহাসিক এই মসজিদটি আবারও উন্মুক্ত করে দেওয়া হয়েছে নামাজি ও দর্শনার্থীদের জন্য।

প্রেসিডেন্টের সামনে মসজিদের সংস্কার প্রকল্পের বিভিন্ন দিক উপস্থাপন করেন তার সহকারী আনার আলি আকবরভ। তিনি বলেন, মসজিদটির মূল স্থাপত্যশৈলীর প্রতি সম্মান রেখেই ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে এটি পুনর্নির্মাণ করা হয়েছে।

এই পূর্ণাঙ্গ সংস্কারকাজ শুরু হয় ২০২২ সালে, হেইদার আলিয়েভ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে। কাজের সময় আর্কাইভচিত্র, ভিডিও এবং পুরাতন নথিপত্র ব্যবহার করে যথাসম্ভব নির্ভুলভাবে ঐতিহাসিক নিদর্শন পুনঃস্থাপন নিশ্চিত করা হয়। মসজিদের দক্ষিণ পাশে অবস্থিত দুইটি মিনার পুনর্নির্মাণ করা হয় ভিতরে সংরক্ষিত সর্পিল সিঁড়ির অবকাঠামো ঠিক রাখার ভিত্তিতে। পাশাপাশি ঢালু পাথরের স্তম্ভগুলোও বিশেষ যন্ত্রপাতির সাহায্যে মেরামত করা হয়। ক্ষতিগ্রস্ত গম্বুজ ও মিহরাবও পুনরায় ঠিক করা হয়েছে।

মসজিদের বাইরের প্রাচীর পরিষ্কারে ব্যবহার করা হয়েছে বিশেষ রাসায়নিক উপাদান। সেইসঙ্গে পুরনো পাথরগুলো পুনরায় স্থাপন করা হয় আগের নকশা অনুযায়ী। এতে মসজিদের ঐতিহাসিক ঐতিহ্য এবং স্থাপত্যরীতি আবারও ফুটে ওঠে।
ভবিষ্যতে মসজিদটিকে একটি কার্যকর ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য এর চারপাশে কিছু সহায়ক ভবনও নির্মাণ করা হয়েছে। 

উল্লেখ্য, ২০০১ সাল থেকেই জিয়াসলি মসজিদকে একটি স্থানীয় গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্মারক হিসেবে ঘোষণা করে আজারবাইজানের মন্ত্রিসভা। বর্তমান সময়ে এটি আগদাম অঞ্চলে ইসলামী পরিচয়ের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে।

আগতাম শহরের এই মসজিদটি নির্মিত হয় ১৯ শতকে। আজারবাইজানের প্রখ্যাত স্থপতি কারবালাই সাফিখান কারাবাগির ডিজাইন অনুসারে ১৮৬৮-৭০ সালের মধ্যে নির্মিত হয় এটি। ১৯৯৩ সালে আর্মেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায় আগদাম শহরটি এবং তখন থেকেই শহরটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়ে পড়ে।

আগদাম মসজিদ ছিল কারাবাখ অঞ্চলের একমাত্র মসজিদ, যা পুরোপুরি ধ্বংস না হয়ে টিকে ছিল, যদিও এটি ভয়াবহ অবমাননার শিকার হয়। কিছু সূত্রে বলা হয়, সেখানে পশুপালনের মতো কার্যক্রমও পরিচালনা করেছে আর্মেনীয় কর্তৃপক্ষ।

২০২০ সালের দ্বিতীয় নাগোর্নো-কারাবাখ যুদ্ধের পরে আজারবাইজান যখন আগদাম পুনরুদ্ধার করে, তখন থেকেই মসজিদটির পুনর্নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পুনর্নির্মাণ কাজ ২০২২ সালে শুরু হয় এবং এটি সম্পূর্ণ হয় ২০২৪ সালের মাঝামাঝি। মসজিদটির সংস্কার কাজের সময় মূল স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শনগুলো সংরক্ষণের ওপর জোর দেয় আজারবাইজান সরকার।







 সর্বশেষ সংবাদ

প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
সর্বোচ্চ রেটিং পেল মাত্র দু’দিনেই শেষ হওয়া টেস্টের উইকেট
আমাকে নিয়ে এত আলোচনা হয় কেন: রুক্মিণী
তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রিতে
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল টেকনাফ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে পাটজাত মোড়ক না ব্যবহারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
নকল স্টাম্পে জাল দলিল: বাউফলে যুবকের কারাদণ্ড, স্টুডিও–হোটেলে জরিমানা
শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত
ভালুকায় মদবোঝাই একটি পিকআপ জব্দ
ভালুকায় প্রাণিসম্পদ অগ্রগতি সপ্তাহব্যাপী প্রদর্শনীর উদ্বোধন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com