প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৭ পিএম (ভিজিট : ১০৮)
স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জাতীয় দল ও ক্লাবের হয়ে ২০২৩ সালের একের পর এক গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। বছরের শেষটাও করে গোল করে। আর রোনালদোর গোলের দিনে বড় জয় দিয়ে বছরন শেষ করেছে আল নাসের। আগামী ৫ ফেব্রুয়ারি ৩৯ এ পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যদিও এই ফরওয়ার্ডের মাঠের পারফরম্যান্স দেখে সেটা বোঝার উপায় নেই। এই বয়সে এসেও দিব্যি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন পর্তুগিজ যুবরাজ।
দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে গত জানুয়ারিতে অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবেই আল নাসেরে যোগ দেন রোনালদো। তাতে বেশ কটাক্ষের মুখে পড়েছিলেন। নিন্দুকেরা বলতে শুরু করেন, এই বুঝি ফুরিয়ে গেছেন রোনালদো। যদিও এসবে নজর না দিয়ে মাঠে নিজের দায়িত্বের প্রতি গুরুত্ব দেন রোনালদো। আল নাসেরে এক বছর শেষ হতেই রোনালদো দেখিয়ে দিলেন এখনও দলকে অনেক কিছুই দেওয়ার আছে তার। ২০২৩ সালে সব প্রতিযোগিতা মিলিয়ে জালের দেখা পেয়েছেন ৫৪বার। আগেই নিশ্চিত হয়েছে সেরা গোলদাতা হিসেবে বছরটা শেষ করছেন সাবেক ম্যানইউ তারকা। এবার বাড়িয়ে নিলেন নিজের গোল সংখ্যাটা।
সৌদি প্রো লিগে গত রাতে আল তাওউনের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসের। ২০২৩ সালে নিজের শেষ ম্যাচটাতেও গোল করেছেন রোনালদো। কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে তাওউনকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রিয়াদের ক্লাবটি। আল নাসেরের বড় জয়ের দিনে অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে ফোফানার বাড়ানো বল থেকে গোল করেন রোনালদো। ৫৯তম ম্যাচে ৫৪ গোল করে বছর শেষ করলেন সাত নম্বর জার্সিধারী। এদিকে গতকাল ম্যাচ শেষে পর্তুগিজ তারকা জানালেন ২০২৪ সালেও একই রকম কিছু করতে চান। আল নাসেরের জয়ের পর তিনি বলেছেন, ‘আমি খুব আনন্দিত। ব্যক্তিগত আর দলীয়ভাবে আমার জন্য ভালো একটি বছর ছিল এটা। আমি অনেক গোল করেছি। আল নাসর ও জাতীয় দলের জন্য অনেক অবদান রেখেছি। আমার কাছে ভালো লাগছে এবং আগামী বছরও এটা করতে চাইব আমি।’
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার সহসাই যে তিনি থামছেন না, সেই বার্তাও ম্যাচ শেষে ছোট্ট করে দিয়ে রাখলেন সামাজিক মাধ্যমে। রোনালদো সামাজিক মাধ্যমে পোষ্ট করে লেখেন, ‘৫৪-আমিই বলব শেষ কখন হবে! ধন্যবাদ, দল।’
২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতার তালিকার দুইয়ে আছেন যৌথভাবে কিলিয়ান এমবাপে ও হ্যারি কেন। পিএসজি ও বায়ার্ন মিউনিখের এই দুই তারকা করেছেন সমান ৫২টি গোল। ৫০ গোল করে তিন নম্বরে আছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকার হলান্ড।