শনিবার ২১ জুন ২০২৫ ৭ আষাঢ় ১৪৩২
 
শিরোনাম:


প্রবাসী ভিআইপি ক্লাবের বিলেতে পথযাত্রা : পিঠা উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
বকুল খান
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৬:৪৬ PM

এই প্রথমবারের মতো বিলেতের বুকে প্রবাসী ভিআইপি ক্লাব তাঁর পথ চলা শুরু করেছে।
মাদারীপুর ইউকে শাখার আয়োজনে ২৭শে ডিসেম্বর লন্ডনের ইস্টহাম এক পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন চান মিয়াএবং সঞ্চালনায় ছিলেন ইউকে শাখার সদস্য আজাদ মোল্লা ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রনি খান। অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন, মাদারীপুর প্রবাসী ভিআইপি ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক শফিক খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন, মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, ব্যারিস্টার শহিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আই অন টিভির সি ই ও আতাউল্লাহ ফারুক, কাউন্সিলর দিনা হুসেন, নিউ হাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বির হাসান। প্রতিষ্টাতা ও প্রধান সমন্বয়ক  শফিক খান, সংগঠনের নানাবিধ মানবিক ও সামাজিক কার্যক্রম তাঁর বক্তৃতায় উপস্থাপন করেন। তিনি এই সংগঠনের বিস্তৃতি সারা বিশ্বজুড়ে প্রবাসীদের কল্যাণ, দেশের অসহায় দরিদ্র, সহ আর্ত মানবতার সেবায় এক ও অভিন্ন প্রবাসী ভিআইপি ক্লাব বলে উল্লেখ করেছেন। তিঁনি বলেন, এই সংগঠনের মূল লক্ষ্য প্রবাসীদের দেশের সাথে প্রবাসের সেতুবন্ধন তৈরি করা এবং দেশ প্রেমের দীক্ষা দেয়া। সর্বোপরি একজন আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা। সংগঠনের পক্ষ থেকে আরও বক্তব্য সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সম্পাদক۔আজিজ মাতব্বর, সহ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহেল খান, অর্থসম্পাদক  মনির হোসেন মৃধা, নারী নেত্রী জেসমিন আক্তার, সদস্য শামস আজাদ টুটুল মোস্তফা খান আসাদ প্রমুখ। 
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা করা হয়। প্রবাসী ভিআইপি ক্লাবের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন সভাপতি এবং সাধারণ সম্পাদককে। প্রথম পর্বে আলোচনা সভা এবং দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় পর্বে উপস্থিতির জন্য প্রবাসী ভিআইপি ক্লাবের মহিলা সদস্যরা পিঠা সবার মধ্যে বন্টন করা হয়, প্রবাসে দেশীয় স্বাদ উপভোগ করেন। শামীমা মিতার সাবলীল উপস্থাপনায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন লন্ডনের নতুন প্রজন্ম শিল্পী মৃদুল, মোহন, কণ্ঠশিল্পী শিপু, কণ্ঠশিল্পী জীবন, সম্পা দেওয়ান, কণ্ঠশিল্পী জিনাত শফিক এবং বাংলাদেশ থেকে আগত  জনপ্রিয় কণ্ঠ শিল্পী পলাশ। আমন্ত্রিত অতিথিরা সংগঠনের ব্যতিক্রম এ কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ডিআইএর পরিচালক অলিউল্লাহ আজমতগীরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com