প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩, ৬:৪১ PM
তবে দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৫৮ জনে অপরিবর্তিত রয়েছে। এছাড়াও শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪২ হাজার ৪৯ জনে।
শুক্রবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ে নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানায়।
তথ্যে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ৮৪ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ৭ হাজার ৯৩৮ জন। একই সময়ে নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৩৬টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ১৫৩টি।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭ দশমিক ১৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।