সোমবার ১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
নুতন সিনেমায় তানভীন সুইটি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:৪৩ পিএম   (ভিজিট : ২২৩)
বাংলাদেশের নন্দিত মডেল, নাট্যাভিনেত্রী তানভীন সুইটি। অভিনয় জীবনের দীর্ঘদিনের পথচলায় অনেক নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও সিনেমায় কাজ করার ব্যাপারে একটু বেশিই চুজি ছিলেন তিনি। যে কারণে মিডিয়ায় পথচলার দীর্ঘদিন পর ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত ‘বাঁশি’ সিনেমায় তিনি প্রথম অভিনয় করেছিলেন। এটি নির্মাণ করেছিলেন আবু সাইয়ীদ। ‘বাঁশি’র গল্পের কেন্দীয় চরিত্রে অভিনয় করেছিলেন তানভীন সুইটি। এরপর বহুবছর কেটে যায়। অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পান তিনি। কিন্তু অভিনয় করতে দেখা যায়নি তাকে সিনেমা। বিরতির পর আবার তিনি কামরুজ্জামানের ‘দ্য ডিরেক্টর’ ও শামীম আহমেদ রনি’র ‘আগস্ট ১৯৭৫’ সিনেমায় অভিনয় করেন। এবার তিনি নতুন আরো একটি খবর দিলেন। প্রথমবারের মতো তিনি ফেরদৌসের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ‘মাইক’ নামের একটি সিনেমায়। সরকারী অনুদানে শিশুতোষ এই সিনেমাটি নির্মাণ করছেন এফ এম শাহীন-হাসান জাফরুল বিপুল। সিনেমার গল্পে তানভীন সুইটি অভিনয় করবেন ফেরদৌসের স্ত্রীর চরিত্রে। ‘মাইক’ সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে তানভীর সুইটি বলেন, ‘সত্যি বলতে কী এখন কিন্তু অনেক ভালো ভালো গল্পের সিনেমা নির্মিত হচ্ছে। আমি কিন্তু কখনো বলিনি যে সিনেমায় কাজ করবোনা। ভালো গল্প ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব আসলে কেন করবোনা। মাইক সিনেমার গল্প আমার কাছে ভীষণ ভালোলেগেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে বাস করছি। যার উৎসাহে আজ আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। ৭৫ পরবর্তী সময়ে সেই জায়গাটা একদমই অন্ধকার ছিলো। পঁচাত্তরের পরে যখন আমরা পড়ালেখা করি সেই সময়ে পাঠ্যপুস্তকে এই দেশের সৃষ্টি সম্পর্কে কিছুই পাইনি। ‘মাইক’ চলচ্চিত্রটি পঁচাত্তর পরবর্তী সময়কার। সেই জায়গা নিয়ে একটি চলচ্চিত্র ‘মাইক’। আমরা চাই এই চলচ্চিত্রের মধ্য দিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানুক। আশা করছি এটি অনেক ভালো একটি সিনেমা হবে। ধন্যবাদ বাণী ইয়াসমিন হাসিকেও তার ভীষণ আন্তরিকতার জন্য।’ এন এ খোকন পরিচালিত সালমান শাহ রচিত ‘স্বপ্নের পৃথিবী’ টেলিফিল্মে সুইটি অভিনয় করেছিলেন সালমান শাহ’র বিপরীতে। সালমান শাহ’র মৃত্যুর পর ছটকু আহমেদ’র ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় সালমান শাহ’র স্থলাভিষিক্ত হয়ে অভিনয় করেছিলেন ফেরদৌস। দীর্ঘ প্রায় ২৬ বছর পর অবশেষে ফেরদৌস ও সুইটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তবে ফেরদৌসের বিপরীতে নাটকে নয়, সিনেমায়। বিষয়টি নিয়ে সুইটিও বেশ উচ্ছসিত। এদিকে গতকাল সুইটি নিমা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ সিজন টু’ ধারাবাহিকের শুটিং-এ ব্যস্ত ছিলেন। 
ছবি: তানভীন সুইটির সৌজন্যে







প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com