সোমবার ৩ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
 
শিরোনাম:


প্রান্তকথা
নান্দাইলে ট্রাকের ভারে ভেঙ্গে গেল কালভার্ট যান চলাচল বন্ধ
প্রকাশ: মঙ্গলবার, ৩০ নভেম্বর, -০০০১, ১২:০০ এএম   (ভিজিট : ১৭১)
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের ভারে ভেঙ্গে গেল কালভার্ট বন্দ হয়ে পরেছে যানবাহন চলাচল। উপজেলার ভোরাঘাট এলাকার কালভার্টটি পাথরবোঝাই ট্রাকের ভারে ভেঙে পড়ায় পাঁচ গ্রামের মানুষের চলাচলে বিঘœ ঘটেছে। আচারগাঁও জামতলা বাজার হয়ে সিংরইল ইউনিয়নের ভোরাঘাট ও কিশোরগঞ্জ জেলা সদরের সঙ্গে মিলিত হয়েছে সড়কটি। সিংরইল ইউনিয়নের ওই পাঁচ গ্রামের মানুষের কিশোরগঞ্জের সঙ্গে যোগাযোগের একমাত্র সড়ক এটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরাঘাট এলাকার ওই কালভার্টটি অনেক পুরোনো থাকায় ঝুঁকিপূর্ণ ছিল। বেশ কয়েক দিন আগে একটি পাথরবোঝাই ট্রাক যেতে চাইলে কালভার্টটির মাঝখানে ভেঙে যায়। দুই টুকরো হয়ে ভেঙে কালভার্টের মাঝের অংশ মাটিতে লেগে গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে ওই এলাকা। এদিকে যানবাহন চলাচল করতে না পারায় হাটবাজারে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য,জিনিসপত্র ক্রয়-বিক্রয় ও স্বাস্থ্যসেবায় বিঘœ ঘটছে। কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্যও বাজারে নিতে পারছেন না। সাধারণ মানুষ আর কৃষকেদের পাশাপাশি বেকায়দায় পড়েছে শিক্ষার্থীরাও। যানবাহন চলাচল না করায় হেঁটে চলাচল করতে হচ্ছে তাদের।








আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com