প্রকাশ: মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ৪:০২ PM
প্রতিদিনের খাদ্য তালিকায় অনেকেই ডাল রাখেন। কারণ ডাল খেতে যেমন সুস্বাদু, তৈরি করাও সহজ। বিশেষ করে চাকরিজীবীদের কাছে ডালের কদর সবচেয়ে বেশি। ঘরে আর যাই রান্না হোক না কেন, তাদের ঘরে এক বাটি ডাল খাবারের আয়োজনে থাকবেই।বিশেষজ্ঞের মতে ডালের রয়েছে অসংখ্য উপকারিতা। যদিও অনেকেই ডাল খেতে তেমন পছন্দ করেন না। তবে বিশেষ কিছু উপকারিতা পেতে আমাদের সবারই প্রতিদিনের খাদ্য তালিকায় ডাল রাখা উচিত।
মসুর ডালের পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রাম মসুর ডালে রয়েছে- ক্যালরি ৩৪৩ গ্রাম, ফ্যাট ১.৫ গ্রাম, সোডিয়াম ১৭ গ্রাম, পটাশিয়াম ১৩৯২ গ্রাম, কার্বোহাইড্রেট ৬৩ গ্রাম, প্রোটিন ২২ গ্রাম, ক্যালসিয়াম ১৩ গ্রাম, ম্যাগনেসিয়াম ৪৫ গ্রাম, ভিটামিন কমপ্লেক্সে ১০ গ্রাম এবং ফাইবার ১৫ গ্রাম।
মসুর ডাল কেন খাবেন? চলুন জেনে নেয়া যাক বিস্তারিত-
* হজমে সহায়তা করে।
* মসুর ডাল ওজন কমাতে সাহায্য করে।
* দৃষ্টিশক্তি বাড়াতে মসুর ডাল খেতে বলা হয়।
* দাগ দূর করে, ত্বকের রোগ থেকে রক্ষা করে।
* নারী-পুরষ সবার জন্যই সমান উপকারী মসুর ডাল।
* শারীরিক দুর্বলতা দূর করে ও রক্ত তৈরিতে কাজ করে।
* এটি উচ্চ রক্তচাপ কমাতেও গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করে।
* ফাইবার সমৃদ্ধ ডাল শরীরে চিনির পরিমাণ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে।