মঙ্গলবার ২২ জুলাই ২০২৫ ৭ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


যেকোন দুর্যোগ পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের সেবা দিতে প্রস্তুত : নির্মল রঞ্জন গুহ
এস এম তানবীর,মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি, ২০২১, ৭:২০ PM

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেছেন এই সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন। এই সংগঠনের প্রত্যেক সদস্য সেবার মানসিকতা নিয়ে সব সময় মাঠে থাকে। বন্যা-খড়া, করোনা দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা গণমানুষের সেবা দিতে প্রস্তুত। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 
এ সময় তিনি আরো বলেন, বিএনপি সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়না। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। তার অন্যন্য উদাহরণ নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ।
সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে দল থেকে বহিষ্কার করা হয় উল্লেখ করে নির্মল রঞ্জন গুহ বলেন, কোন ব্যক্তির দায়িত্ব দল নেয়না, সরকার নেয়না। স্বেচ্ছাসেবক লীগের কোন কর্মী বা নেতা অনৈতিককাজে লিপ্ত থাকলে এমন অভিযোগ উঠলে দল তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা নেয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাদারীপুর জেলা কমিটির সভাপতি মিরাজ হোসেন খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার,যুগ্ন সম্পাদক শাহাদাত হোসেন মিঠু,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তরুণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম তানবীর,দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন টিপু সহ অনেকেই।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com