বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


বিনোদন
গায়ে কম্বল জড়িয়ে কোথায় ছুটলেন মাহি?
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১১:২০ এএম   (ভিজিট : ৬৪)
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। নাটক ও ওয়েব কনটেন্টে নিয়মিত অভিনয়ের মাধ্যমে বর্তমানে এক আলোচিত নাম তিনি। সামাজিক মাধ্যমে নিজের নাচ বা লুক নিয়ে মাঝে মাঝে বিতর্কের মুখে পড়লেও কাজে বরাবরের মতোই মনোযোগী এই অভিনেত্রী। সম্প্রতি তীব্র শীতের মাঝে তার শুটিংয়ের কিছু অভিজ্ঞতা ভক্তদের মাঝে শেয়ার করেছেন মাহি। 

বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে শুটিং করছেন মাহি। তবে প্রজেক্টের নাম প্রকাশ না করলেও সামাজিক মাধ্যমে শুটিংয়ের বিভিন্ন মুহূর্ত তুলে ধরছেন তিনি। সম্প্রতি একটি ভিডিওতে অভিনেত্রী কিছুটা মজার ছলে এবং কিছুটা হতাশা নিয়ে তার শুটিং জীবনের কষ্টের কথা জানান।

একটা ভিডিওতে মাহি বলেন, ‘সবচেয়ে বেশি কষ্ট হলো এই শীতের মধ্যে সকাল সাতটায় ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়া। রাত একটায় শুটিং শেষ করে তিনটায় ঘুমাতে গিয়ে আবার ছয়টায় ওঠা! এটা আমার জীবনের অন্যতম একটি দুঃখজনক অংশ।’

এরপর সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন মাহি, যা দেখে রীতিমতো অবাক তার ভক্তরা। ভিডিওতে দেখা যায়, কনকনে শীত থেকে বাঁচতে চার স্তরের শীতের পোশাক ও মোজা পরার পরেও মাহি একটি মোটা কম্বল মুড়ি দিয়ে গাড়িতে বসে আছেন। দেখে মনে হচ্ছে, ঘুম থেকে ওঠার পর তাকে যেন ওই অবস্থাতেই তুলে গাড়িতে বসিয়ে দেওয়া হয়েছে। ভিডিওটির ক্যাপশনে মাহি রসিকতা করে লেখেন, ‘ঠান্ডা লাগছে, তাই বাসা থেকে আমাকে প্যাকেট করে শুটিংয়ে পাঠিয়েছে।’

মাহির এমন অবস্থা দেখে তার অনুরাগীরাও মজা করতে ছাড়েননি। একজন জানতে চান তিনি ঠিক কতগুলো পোশাক পরেছেন? উত্তরে মাহি জানান, সব মিলিয়ে ৪টি পোশাক পরেছেন তিনি। অন্য এক ভক্তের প্রশ্নের উত্তরে তিনি জানান শুটিংয়ের ওই জায়গাতে বেশ ঠান্ডা।

ছোট পর্দার এই অভিনেত্রীর আসল নাম ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে একটি রিয়ালিটি শো'র মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। তার ঝুলিতে রয়েছে অসংখ্য নাটক, ওয়েব কনটেন্ট।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা
যুব-ক্রীড়ায় আসিফ নজরুল, তথ্য মন্ত্রণালয়ে রিজওয়ানা, স্থানীয় সরকারের দায়িত্বে আদিলুর
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, কাঁচা ইট বিনষ্ট ও কার্যক্রম বন্ধের নির্দেশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনায় চারজনকে জরিমানা
যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের
পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে
ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com