বৃহস্পতিবার ১১ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


সারাদেশ
কবরস্থান থেকে ৬ টি অস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুর পুলিশ
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৬ পিএম   (ভিজিট : ৯৫)
নোয়াখালীর আলায়াপুরের একটি কবরস্থান থেকে ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এরমধ্যে ৫ টি রাইফেল ও ১ টি এলজি রয়েছে। 
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬ টি প্যাকেটে উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫ টি রাইফেল ও ১ টি এলজি ছিল। 

স্থানীয়রা বলছেন, লক্ষ্মীপুরের পূর্বাঞ্চল খ্যাত চন্দ্রগঞ্জে অসংখ্য অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে এসব অস্ত্র উদ্ধার করা জরুরি। অন্যথায়, নির্বাচনে অস্ত্রবাজরা সুষ্ঠু ভোটে বাধা হয়ে দাঁড়াবে। এখানে অস্ত্র তৈরির কারখানাও রয়েছে। গত ১ ডিসেম্বর জেলা গোয়েন্দা পুলিশ একটি কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে। এখন সীমান্তবর্তী এলাকা থেকে ৬ টি অস্ত্র উদ্ধার করে। প্রশাসনের প্রতি অনুরোধ জানাবো, নির্বাচনের পূর্বে সকল অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় যেন নিয়ে আসে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, উর্ধতন কর্মকর্তাদের নির্দেশে চন্দ্রগঞ্জ'র সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জ'র একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। ভোরবেলা চালানো অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। আলায়াপুরের কবরস্থান থেকে উদ্ধারকৃত ৬ টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। তবে পুলিশ কাজ করছে, এরসাথে জড়িতদের খুঁজে বের করতে। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

দুর্নীতিবিরোধী আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ
খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন, ভেন্টিলেশনে রেখে চলছে চিকিৎসা
যুব-ক্রীড়ায় আসিফ নজরুল, তথ্য মন্ত্রণালয়ে রিজওয়ানা, স্থানীয় সরকারের দায়িত্বে আদিলুর
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ৩ ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা, কাঁচা ইট বিনষ্ট ও কার্যক্রম বন্ধের নির্দেশ
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনায় চারজনকে জরিমানা
যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান হামাসের
পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে
ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা
তারেক রহমান ১০ দিনের মধ্যে দেশে ফিরবেন: এ্যানি
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com