রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম:


জাতীয়
নিষ্ক্রিয় করিডোর নয়, বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে চলতে চায়: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম   (ভিজিট : ২৬)
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ নিজেকে একটি সক্রিয়, সার্বভৌম ও দায়িত্বশীল প্লেয়ার হিসেবে বেছে নিয়েছে। বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হিসেবে চলতে চায়। আমরা দৃঢ়ভাবে জড়িত থাকবো, প্রয়োজনে দৃঢ়ভাবে কথা বলবো এবং জাতীয় স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে নজর রেখে সর্বদা উৎপাদনশীল অংশীদার হবো।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ এর উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ অর্জনের অধিকারের ওপর জোর দেয়। বাস্তবে এর অর্থ হলো, আমাদের অংশীদারত্বকে অবশ্যই বাস্তব সুবিধা দিতে হবে, কেবল প্রতীকী নয়। ক্ষমতার জ্যামিতিতে যারা থাকবেন তারা বড় ও মধ্যবিত্ত শক্তির সঙ্গে সমানভাবে সম্পৃক্ত হবেন, তবে তাদের সিদ্ধান্ত জাতীয় স্বার্থ, সার্বভৌম সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে পরিচালিত হতে হবে।

তিনি বলেন, বঙ্গোপসাগর অঞ্চল একটি কৌশলগত ভিত্তিতে পরিণত হচ্ছে এবং বাংলাদেশ নিষ্ক্রিয় করিডোর নয়, আত্মবিশ্বাসী হয়ে পরিচালিত হতে চায়।

স্থিতিশীলতার বিভাজন সম্পর্কে তিনি বলেন, ইউক্রেন থেকে গাজা, সুদান থেকে মিয়ানমার পর্যন্ত সংকট ব্যবস্থাপনার বৈশ্বিক ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে এবং প্রায়শই অভাব দেখা গেছে।

তিনি বলেন, আমার দেশ ভঙ্গুরতার মূল্য জানে, আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গাদের জন্য আমাদের দরজা খুলে দিয়েছি, আমরা জাতিসংঘ শান্তি মিশনে অবদান রেখেছি এবং আমরা জানি মানবিক সংকট কত দ্রুত বাড়তে পারে।

উপদেষ্টা বলেন, স্থিতিশীলতা কেবল আঞ্চলিক উদ্বেগ নয়; এটি একটি বিশ্বব্যাপী অপরিহার্যতা। আমাদের অবশ্যই কার্যকর বহুপাক্ষিক ও আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে যা কেবল কথা নয়, এমন একটি এজেন্ডা যা কর্মকাণ্ডে রূপান্তরিত হবে।

বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সিজিএসর সভাপতি জিল্লুর রহমান এবং সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে
নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত চিত্রনায়িকা পপি
আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, যোগ দিচ্ছেন সাইফউদ্দিন
যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৪
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

দমন-নিপীড়নের রাজনীতি চলবে না, সহনশীলতা চাই : রেজাউল করিম
ত্রিশালে গুডাউনে অগ্নিকান্ডে কোটি টাকা ক্ষয়ক্ষতি, ইউএনও'র পরিদর্শন
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ছিন্নমূল বৃদ্ধাদের দোয়া মাহফিল
ওয়াশিং মেশিনে পাসপোর্ট হারিয়ে দেশের হয়ে খেলার স্বপ্নভঙ্গ
ফরিদপুরের সালথায় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের পদত্যাগ
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com