প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:০৭ পিএম (ভিজিট : ৭৪)

চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১০ অক্টোবর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা।
জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হোঁচট খায় তারা। ৪ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ফিরতে চায় নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশ একাদশে আছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন রিতুমনি ও সানজিদা আক্তার মেঘলা। তাদের জায়গায় একাদশে এসেছেন সুমাইয়া ও নিশিতা। চোটের কারণে এই ম্যাচে মারুফা আক্তারের খেলা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা। তবে খেলছেন তিনি।
বাংলাদেশ একাদশ: রুবিয়া হায়দার, শারমিন আক্তার, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, সুমাইয়া, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার ও নিশিতা আক্তার নিশি।