শুক্রবার ২৯ আগস্ট ২০২৫ ১৪ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


রাজনীতি
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা: তাহের
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৪:০৬ পিএম  (ভিজিট : ১১)
নির্বাচনের রোডম্যাপ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (২৯ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালির বাজার ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এরমধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথ নকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা বলে মনে করি।

তিনি আরও বলেন, আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করবো জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন করতে। এছাড়া আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর, দুটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোড ম্যাপ ঘোষণা করার নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এজন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানাবো। 

‘বাংলাদেশে জনগণ একটি সুষ্ঠ নির্বাচনের অপেক্ষায় আছে। আগামী নির্বাচন যদি সুষ্ঠ হয়, তা হলে চাঁদাবাজ বিরোধী শক্তি, দখলবাজ বিরোধী শক্তি, দুর্নীতি বিরোধী শক্তি, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তিকে দেশের মানুষ বিপুল ভোটে নির্বাচিত করবে। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো’- জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মু মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম প্রমুখ। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বাজারে সরবরাহ সংকট, আটা-ময়দা-ডালসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়েছে
চাকসু নির্বাচনের আচরণবিধি জারি করল নির্বাচন কমিশন
ইসরায়েলি বিমান হামলায় নিহত হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাভি
অন্তর্বর্তী সরকার থেকে কোনো প্রত্যাশা নেই, নির্বাচিত সরকারই চাঙা করবে অর্থনীতি: আমির খসরু
মিয়ানমার সীমান্তে মাছ ধরতে গিয়ে ১২২ জেলে আটক করলো কোস্টগার্ড
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে কমিটি
শাহবাগে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
৫ দিনের রিমান্ডে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাবেক ভিসি কলিমউল্লাহ
গাড়ি নিয়ে প্রতারণার অভিযোগে শাহরুখ-দীপিকার বিরুদ্ধে মামলা
গাজায় নিহত আরও ৬৪, সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ১৩ জনের
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com