রবিবার ১৭ আগস্ট ২০২৫ ২ ভাদ্র ১৪৩২
 
শিরোনাম:


‘ডিয়ার মা’ সং চ্যালেঞ্জের তিন বিচারক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ৬:২৪ PM

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রখ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ চলচ্চিত্র আমেরিকা ও কানাডা দর্শকদের ভেতরে দারুণ সাড়া ফেলে। ছবিটির ওভারসিজ রিলিজের পাশাপাশি ছবিটির গান নিয়ে বিশেষ একটি প্রতিযোগিতার আয়োজন করে ছবিটির বিশ্ব পরিবেশক বায়োস্কপ ফিল্মস। আয়োজনটির নাম দেয়া হয় ‘ডিয়ার মা নর্থ আমেরিকা চ্যালেঞ্জ’।

‘ডিয়ার মা’ চলচ্চিত্রের টাইটেল ট্র্যাকটি গেয়েছেন প্রখ্যাত কন্ঠশিল্পী পাপন। মূলত তার এই গানটির কাভার করে পাঠানোর মাধ্যমে সেরা কন্ঠশিল্পী বাছাইয়ের উদ্যোগ নেয়া হয়। বায়োস্কপের উদ্যোগে এই ভিন্নধর্মী প্রতিযোগিতায় সহযোগি প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে উপাস কমিউনিকেশন, ইটারনাল সাউন্ড ও কোলাহল টকিজ।

অনলাইনে ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কানাডার একাধিক শিল্পী তাদের কাভার গান রেকর্ড করে পাঠায়। বর্তমানে প্রতিযোগিদের প্রাথমিক বাছাই চলছে। প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন পিংক, কড়ক সিং, অন্তহীন, অনুরননখ্যাত ছবির নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী, ভারতের প্রখ্যাত সঙ্গীত পরিচালক বিক্রম ঘোষ ও বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক।

আয়োজনটির অন্যতম ব্যবস্থাপক কোলাহল টকিজের প্রধান নির্বাহী তানভীর তারেক বলেন,‘একটি চলচ্চিত্রের বিপননের পাশাপাশি তার গান নিয়ে এ ধরনের উদ্যোগ আমি মনে করি নতুন একটি উদাহরণ হয়ে থাকবে। ছবিটির বিশ্ব পরিবেশনায় ডিজিটাল কনসালটেন্ট হিসেবে কাজ করছে কোলাহল। আমরা খুব অল্প সময়ের মধ্যে গান চাইলেও প্রচুর সাড়া পেয়েছি। প্রবাসী তরুন শিল্পীরাও দারুন উৎসাহ পাবেন এ ধরনের কার্যক্রমে।’
মূল বাছাইয়ের পর চুড়ান্ত বিজয়ীর নতুন গান প্রকাশ পাবে ইটারনাল সাউন্ডস এ। এছাড়া বিশেষ একটি মিউজিক ভিডিও নির্মান করবেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

প্রতিযোগিতা প্রসঙ্গে ‘ডিয়ার মা’ ছবির মূল অভিনেত্রী জয়া আহসান বলেন,‘এটা সত্যিই একটা অভিনব উদ্যোগ। কলকাতা ও আমেরিকায় ভিন্ন ভিন্নভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একটি চলচ্চিত্রের সাথে এ ধরনের উদ্যোগ তরুনদের জন্য একটি নতুন প্লাটফর্ম হিসেবে কাজ করছে জেনে ভালো লাগলো।’

নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরী বলেন,‘ বায়োস্কপের রাজ হামিদ ও কোলাহলের তানভীরের সাথে আমাদের একটি সুদৃঢ় মেলবন্ধন তৈরি হয়েছে। এই ছবির এই প্রতিযোগিতার তারই ভাবনার ফসল। আগামীতে আমরা একসাথে আরো কিছু প্ল্যান করছি। যা নতুন শিল্পী তৈরির কাজে দারুণ এক অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।







আরও খবর


 সর্বশেষ সংবাদ

নতুন চ্যালেঞ্জে সন্দীপ্তা সেন
গোল-অ্যাসিস্টে মায়ামিকে ৩-১ ব্যবধানে জেতালেন মেসি
২৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে হ্যারিকেন অ্যারিন
ইউক্রেনের রাশিয়া সাথে উচিত সমঝোতা করা: ট্রাম্প
টরোন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছেন সাংবাদিক সোয়েব সিকদার
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ভালুকায় মাদক বিরোধী অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
ত্রিশালে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে কুরআনখানী ও দোয়া মাহফিল
দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩ প্রার্থী
সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ
আজমল হোসেন কুনু, কে প্যারিসে সংবর্ধনা
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com