বুধবার ১৬ জুলাই ২০২৫ ১ শ্রাবণ ১৪৩২
 
শিরোনাম:


ফোনে সিম ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৪:৪৮ PM

জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার। ফিচারটি চালু হলে মোবাইল ফোনে সিম ছাড়াই ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের সুবিধার্থে এই ফিচারটি আনা হচ্ছে। আপাতত এই ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। কবে চালু হবে তার নিশ্চিত দিনক্ষণ জানা যায়নি এখনও।

প্রথমে ডেস্কটপ বেটা ভার্সনে এই ফিচার লঞ্চ হবে। শোনা গিয়েছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস সেকশনে একটি নতুন মেনু তৈরি করতে চলেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। এর ফলে সিম ছাড়াই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিপোর্ট করতে পারবেন ইউজাররা। বর্তমানেও হোয়াটসঅ্যাপের মেসেজ এবং কনট্যাক্টের ক্ষেত্রে রিপোর্ট করার অপশন রয়েছে। অ্যাপের নিয়মনীতি না মানলে রিপোর্ট করার ফিচার রয়েছে। এবার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আসতে চলেছে এই ফিচার।

হোয়াটসঅ্যাপ বেটা ইনফো বা ওয়াবেটা ইনফো সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 
ওয়াবেটা ইনফোর প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস রিপোর্ট করার সুযোগ পাবেন ইউজাররা। আপাতত হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ভারসানের ক্ষেত্রে এই ফিচারের পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে বলে শোনা গিয়েছে।

যদি আপনার কনট্যাক্ট লিস্টে থাকা কেউ তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কোনও আপত্তিকর বা অশালীন ছবি, ভিডিও বা অডিও শেয়ার করেন বা পোস্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনি রিপোর্ট করার সুযোগ পাবেন। ইউজার কোনও হোয়াটসঅ্যাপ রিপোর্ট করলে তা সরাসরি হোয়াটসঅ্যাপের মডারেশন টিমের কাছে পৌঁছে যাবে। মেসেজের ক্ষেত্রেও যেভাবে রিপোর্ট করলে কাজ হয় এক্ষেত্রে তাই হবে। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যাচাই করে দেখে নেবে যে ওই স্ট্যাটাসে আপত্তিকর কিছু রয়েছে কিনা। তারপর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com