প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৭:৫০ PM
বাংলাদেশের অর্থনীতিতে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের অবদান অতুলনীয়। কিন্তু এখনো এই প্রবাসীরা দেশে গিয়ে নানাভাবে হয়রানীর শিকার হচ্ছে। সম্প্রতি ভৈরব উপজেলা নির্বাচনে আবুল মনসুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীদের আয়োজনে বিজয় উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা দেশে গিয়ে তাদের বিভিন্ন হয়রানির কথা তুলে ধরেন।এবং অতিদ্রুত এগুলো বন্ধের দাবী জানান। গতকাল
স্থানীয় একটি রেস্টুরেন্টে ভৈরব এর প্রবীন ব্যাক্তিত্ব কাজী আব্দুল মান্নান এর সভাপতিত্ত্বে সোহেল মিয়া ও সোহাগ মিয়ার যৌথ পরিচালনায় ভিডিও কলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভৈরব উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবুল মনসুর।এ সময় স্থানীয়দের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস আওয়ামিলীগ এর সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল,সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ভৈরব সমতি ভেনিসের সভাপতি সোলেমান হোসেন,ভেনিস আওয়ামীলীগ এর সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, আহাদ মিয়া, সিরাজুল ইসলাম, জাহিদ হাসান সুজন, ডালিম মাহমুদ,মোবারক হোসেন,বেল্লাল হাসাইন,শহিদুল ইসলাম,রাশেদ ভুইঁয়া, কামরুজ্জামান, আপন মিয়া, সবুজ সারোয়ার,আবুবক্কর,শাহাদাৎ হোসেন,সোহেলুর রহমান সোহেল,সুজন আহমেদ, মিজান, রাজিবুল হাসান,সুমন মিয়া,লোকমান হোসেন বকুল প্রমুখ। এ সময় বক্তারা নবনির্বাচিত চেয়ারম্যান এর কাছে ভৈরবসহ বাংলাদেশের সকল জেলাতে প্রবাসীদের বিভিন্ন হয়রানি বন্ধের দাবী জানান। পরে শিল্পী শাহানেওয়াজ ও ওয়াহিদুজ্জামান এর যৌথ পরিবেশনায় মনোমুগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।