প্রকাশ: সোমবার, ১৫ জুলাই, ২০২৪, ৮:৩৬ PM
কাতালোনীয়ার প্রাণকেন্দ্র বার্সেলোনার প্লাসা মাকবায় প্রতিবারে মত ২০২৪ এর ১৩ই জুলাই হয়ে গেল এসোসিয়েশন কুলতুরাল উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়ার ব্যানারে “বাংলার মেলা ২০২৪”। বিদেশ ভুমিতে স্বপ্ন কুড়াতে আসা পলক হারা নিঃশ্বাসী মানুষদের উপছে পড়া ভীড়,পুরুষের ছেয়ে নারীদের সংখ্যাধিক্য,রংবেরঙের বাহারি সাঁজ,রখমারী খাবারের স্টল, লাটির অগ্রভাগে মোবাইলের অবস্হান চিহ্নিত করে স্বপ্নের মাটিতে হাস্যরসের সেলফি এক কথায় এবারের মেলা ২০২৪ অন্যবারের তুলনায় জমেছে ভালো।শিশু কিশোর যুবক সংসারীর “মেলাই যাইরে”গানের স্বার্থকতা মিলেছে প্রানের মেলায়। উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনীয়ার সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শফিক খাঁনের পরিচালনায় ফিতা কেটে মেলার স্টেজ উদ্ভোধন করেন স্পেন এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ এন ডি সি, অতিথিদের ফুল দিয়ে বরণ,আতস আনন্দে মেলা প্রাঙ্গন সহ স্টেজ অবধি মানুষের করতালী বার্সেলোনার মাকবার মাটকে বানিয়ে দিয়েছেল এক খন্ড অভিনব বাংলাদেশ।এ যেন আত্মহারা মানুষের ভুলে যাওয়া কষ্টের জয়োধ্বনী। স্টেজ এ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সারওয়ার মাহমুদ এন ডি সি, রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন,বিশেষ অতিথি সিনিয়র রামন পেদ্রো বার্সেলোনায় বাংলাদেশের অনারারী কাউন্সিলর,বিশেষ অতিথি মোতাছিমুল ইসলাম কাউন্সিলর (শ্রম) বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ,সংগঠনের প্রধান উপদেষ্টা ড.নজরুল ইসলাম চৌধুরী।সাধারন সম্পাদক অন্যান্যদের মধ্যে স্টেজ এ পরিচয় করিয়ে দেন মেলার সার্বিক দায়িত্বে থাকা সাঈদ স্বপন,শফিকুর রহমান,সাবেক সভাপতি উত্তম কুমার,সাবেক সাধারন সম্পাদক শামিম হাওলাদার সহ সংগঠনের নেতৃবৃন্দ কলাকৌশলী সাংগঠনিক ও সাংবাদিক নেতৃবৃন্দদের। কিসমা স্পেনের জাতীয় ভাষায় তার লিখিত বক্তব্য পাঠ করেন। সংগঠনের সভাপতি বীর মুক্তিযুদ্ধা আলাউদ্দিন হক নেছা প্রথম অংশের সমাপনী বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ সদস্য সহ আগত অতিথি কলাকৌশলী ও সাংবাদিকদের সাদর সম্ভাষণ জানান।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব পরিচালনায় আসেন রাওসানারা আফতাব মন্জু, মাসুদা পারভিন মুন্নি পাখি,তাইফা রহমান শারমিন,নিগার হোসাইন। ”অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি বহিছ কেন” ড. ভুপেন হাজারিকার এই বিখ্যাত গান দিয়ে বাউল শিল্পী প্রথম স্টেজ মাতিয়ে তুলেন।বার্সেলোনায় বসবাসরত বিখ্যাত শিল্পীরা সহ ফ্রান্স, জার্মান,যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে আগত শিল্পীরা স্টেজ এ গান পরিবেশন করেন।বিখ্যাত শিল্পী আসিফ আকবার এর সাথে গানে গানে দর্শক মাতান মন্জু,জিনাত শফিক,রাজু গাজী,অহনা দিবা,তন্ময়,অমি,শুভ, বর্ষা। গীতিকার ইথুন বাবুর সুর করা সেই বিখ্যাত গান ”ও প্রিয় তুমি কোথায়” গানের কন্ঠ শিল্পী আসিফ আকবার স্টেজ এর প্রধানতম তম আকর্ষন।আসিফ আকবার এর শেষ গান দিয়ে বাংলার মেলা ২০২৪ এর সমাপ্তি টানেন।