প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:২২ PM
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গভীর ও বিস্তৃত করার লক্ষ্যে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (১৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডোনাল্ড লু’র সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার সঙ্গে (ডোনাল্ড লু) নির্বাচন ও মানবাধিকার নিয়ে কোনো আলোচনা হয়নি। শুধু ইতিবাচক ইস্যু নিয়েই আলোচনা হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তৈরী পোশাক আরও বেশি রপ্তানি হবে এবং ছাত্ররা ওই দেশে বেশি যাবার সুযোগ পাবে। বাংলাদেশের ৫৩ বছরের অভিযাত্রায় যুক্তরাষ্ট্র গঠনমূলক ভূমিকা রেখেছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমার মনে হয়, নির্বাচন নিয়ে তার কোনো তিক্ততা ছিল না।