শিরোনাম: |
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) থেকে ঋণ জালিয়াতির মাধ্যমে ১০৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান ভুঁইয়া ও সমীর প্রসাদ দত্ত নামে এক ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ মে) দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে ব্যাংকের শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শাহজাহান ভূঁইয়া ব্যবসায়ী সমীর প্রসাদ দত্তের মালিকানাধীন মেসার্স দত্ত ট্রেডার্সের অনুকূলে ইউসিবিএল ব্যাংকের বগুড়া শাখা থেকে টেকওভার ঋণের জন্য যেদিন আবেদন করেছেন, সেদিনই কল রিপোর্ট ও লোন প্রপোজাল প্রস্তুত করে শাখা থেকে হেড অফিসে পাঠানো হয়। এরপর মাত্র সাত দিনের মধ্যে কোনও রেকর্ডপত্র যাচাই-বাছাই না করে এবং মাত্র ৯ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ সহায়ক জামানত গ্রহণ করে ৪৯ কোটি টাকা টেকওভার ঋণ প্রদানের অনুমোদন মঞ্জুর করে সরবরাহ করেন।