প্রকাশ: বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ৪:৩০ PM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় পুলিশ ও র্যাবের অভিযানে ৮ শতাধিক গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত সাত দিনে (১৭-২৪ জুলাই) সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) ও ২১টি জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে গ্রেপ্তারের এই হিসাব জানা গেছে।
এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বড় অংশ বিএনপির নেতা-কর্মী। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় দলটির নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে নিজের বাসায় থাকছেন না বলে জানা গেছে। ডিএমপি সূত্র জানায়, রাজধানীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ড রোধে গত শনিবার রাত থেকে ডিএমপি ও র্যাবের ‘চিরুনি অভিযান’ শুরু হয়। এরপর থেকে ৮০০ জনের বেশি গ্রেপ্তার হয়েছে।