প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৯ PM
একটি শিশুকে প্রকৃতভাবে বেড়ে তুলতে প্রয়োজন একটি সুন্দর সমাজ । সেই সুন্দর সামাজ গড়ার লক্ষ্যে একত্রিত হয়েছেন গাজীপুর জেলার, কালিগঞ্জ উপজেলা তুমুলিয়া ইউনিয়ন বেতুয়ারটেক গ্রামের তরুণরা। আজ শুক্রবার বিকেল ৪ ঘটিকায় গ্রামের শিশু-কিশোর ও যুবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এই গ্রামের ছেলে মোঃ ইকবাল হোসেন ভূইয়া বলেন, একজন সচেতন মানুষই একটি সুন্দর সমাজ সুন্দর জাতি গড়ে তুলতে পারে। আমরা সবাই একটি সুন্দর গ্রাম চাই গ্রামের মানুষরা মানুষের মত মানুষ হবে , মাদকাসক্ত, বখাটে, উশৃঙ্খল , অমানুষ আমরা চাই না আর এর জন্য প্রয়োজন সচেতন সমাজ । একটি ফুলের বাগানে সুন্দর ফুল তখনি ফুটবে যখন ফুলের বাগনটি সঠিক নিয়মে পরির্চযা করা হবে। তেমনি একটি সুন্দর সমাজ গড়তে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে সচেতন করতে হবে সমাজের মানুষকে।
এদিকে রিয়াদ তার বক্তব্য বলে, আজ সমাজের দিকে তাকালে দেখা যায় মাদকাসক্ত ব্যাক্তিদের উৎপাত । কমলমতি শিশু কিশোরা আসক্ত হচ্ছে ধূমপানের দিকে পরবর্তিতে বিভিন্ন মাদক দ্রবে আসক্তি হচ্ছে। পরিবারে ,সমাজে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা আর আমরা একটু সচেতেন হলে মাদক মুক্ত সামাজ গড়তে পারব।
বিএসসি ইন সিএসই পড়ুয়া ছাত্র সাগর রায় বলেন, আমাদের এই গ্রামটি ছোট একটি গ্রাম, আমাদেরকেই সুন্দর করে সাজাতে হবে। অন্য কেউ এসে আমাদের সমাজকে সুন্দর করে সাজিয়ে দিবে না। এখানে যারা উপস্থিত আছে সবাই শিক্ষিত বা শিক্ষার্থী, আমাদের মনুষ্যত্ব, বিবেক, মূল্যবোধ শিক্ষার বহিঃপ্রকাশ এই সমাজকে দেখাতে হবে। আমাদের আচার ব্যবহার কথাবার্তা যেন মার্জিত হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে।
গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নেপাল মজুমদার বলেন, এখন সবাই নিজ নিজ সন্তানকে মানুষ করেতে চোখ বন্ধ করে টাকার পিছনে ছুটছেন। শুধু টাকার দ্বারা সন্তান মানুষ হয় না, সুন্দর একটি সামাজিক পরিবেশরও দরকার আছে। শুধু টাকার পিছুনে নয় একটা সুন্দর সমাজ গড়ার পিছনে সময় দিতে হবে । সমাজের প্রতি নিজে সচেতন হও অন্যকে সচেতন করার আহবান করেন এবং এই মহৎ উদ্যোগের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
এছাড়াও সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন দোলন মজুমদার, আকাশ মজুমদার, শিশির মল্লিক, সৈকত মল্লিক , বিজয় মল্লিক, সৌরভ রায়, আশিষ মজুমদার, হ্রদয় মন্ডল, উদয় মজুমদার, কৌশিফ ভূইয়া।