প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৩ PM
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন জাতীয় দলের সাবেক ফুটবলার রেহানা পারভিন। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন।
দেশের ক্রীড়াঙ্গনে রেহানা পারভীন ফুটবল ছাড়াও কাবাডি, হ্যান্ডবলের জাতীয় দলে খেলেছেন। কুড়িগ্রামের মেয়ে এ ক্রীড়াবিদ ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন বড় খেলোয়াড় হওয়ার। তার সেই স্বপ্ন আজ আকাশ ছুঁয়েছে।
বাংলাদেশের প্রথম নারী কোচ হিসেবে এএফসিসি লাইসেন্স রয়েছে রেহানা পারভীনের।
রেহানা পারভীন বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া উপ-কমিটি সদস্য। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কুড়িগ্রাম-৪ থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী।