প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮:০৯ PM
‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারন সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন প্রমূখ। এর আগে উপজেলা পরিষদ সড়কে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ছয় শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।