প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৮:০৭ PM
ময়মনসিংহের ত্রিশালে পাঁচ নারী জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবসে এ সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার সকালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে উপজেলা পরিষদ সড়কে মানববন্ধনের অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপনে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন রুনা, সাধারন সম্পাদক মাহফুজা আকন প্রমূখ।
সংবর্ধনায় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী পৌর শহরের ২নং ওয়ার্ডের সেলিনা আক্তার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পৌর শহরের ৪নং ওয়ার্ডের মুর্শিদা জাহান, সফল জননী নারী উপজেলার সদর ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের রাশিদা খাতুন, নির্যাতনে বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী উপজেলার মঠবাড়ী ইউনিয়নের কুড়াগাছা গ্রামের নাছিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী উপজেলার বইলর ইউনিয়নের দেওয়ানিয়া বাড়ী গ্রামের আয়েশা খাতুনকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।