প্রকাশ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৪ পিএম |
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে গাজীপুর জেলা যুবদলের প্রভাবশালী যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ এর আয়োজনে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে মোনাজাত করা হয়।
কুরআন খতম ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার মোল্লা, আজিজুল হক সিনহা জেলা যুবদলের আহবায়ক সদস্য জাহাঙ্গীর শিকদার, এডভোকেট আবু বকর সিদ্দিক, আবুল হোসেন মিলন, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট মিনহাজ খান রিপন, ইউসুফ বাবলু, পিরুজালি ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের নেতা লাবলু মিয়া, গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা রিপন কাজীসহ গাজীপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।