শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: বিদায় ২০২৩ স্বাগত ২০২৪        নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী        জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি        বিএনপির নেতাকর্মীরা এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী        ড. মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক        ‘অসুস্থ’ রিজভীকে খুঁজছে ডিবি, শিগগিরই গ্রেপ্তার        সবার আগে নিউজিল্যান্ড ও কিরিবাতিতে নববর্ষের উল্লাস শুরু       


নতুন সিনেমায় পরীমণি-রাজ
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ PM

ঢালিউড তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি দুজনেই নতুন সিনেমায় যুক্ত হয়েছেন। তাই বলে একসঙ্গে পর্দা ভাগ করছেন না তারা। পৃথক দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তারা দুজন। রাজ যুক্ত হয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ নির্মিতব্য ‘ওমর’ সিনেমায়। গতকাল শনিবার সামাজিক মাধ্যমে একটি স্থিরচিত্র প্রকাশের মাধ্যমে নির্মাতা রাজ নিজেই জানিয়েছেন এ খবর। 

নিজের ফেসবুকে রাজ লিখেছেন, ‘‘ওমর’ সিনেমার নাম ভূমিকায় যাকে নির্বাচন করেছি তার সাথে আমার নামের মিল আছে। আমি রাজ, সে-ও রাজ। শরিফুল রাজ। ‘ওমর’ সিনেমার ওমর হয়ে দর্শকদের সামনে আসবেন রাজ। আমার নতুন সিনেমার নাম ভূমিকায় তাকে পেয়ে আমি খুশি। সেই সঙ্গে অনেক আশাবাদী। রাজের অভিনয় নৈপুণ্য নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই।’’


এদিকে সম্প্রতি পরীমণি যুক্ত হয়েছেন একটি ওয়েব সিনেমায়। এটি নির্মাণ করবেন রায়হান রাফী। সিনেমাটির নাম এখনও চুড়ান্ত হয়নি। পরীর বিপরীতে থাকছেন কে তাও নির্ধারিত হয়নি। জানা গেছে ছবিটি পারিবারিক সম্পর্কের গল্পে নির্মিত হবে।  
রায়হান রাফী এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই পরীমণির কথা আমার মাথায় ছিল। এরপর এক দিন তাকে গল্পটা শোনালাম। সেও বোঝার চেষ্টা করল এবং এই গল্পের সঙ্গে থাকার চেষ্টা করল। তারপর থেকে তো অনেক দিন যাবৎ পরীমনি এই গল্পে রিহার্সলও করছে,  গল্পটা আত্মস্থ করার চেষ্টা করছে। কাজের প্রতি ওর আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে। আমার তো এখন সবকিছু মিলিয়ে ভালো কিছু হবে বলে মনে হচ্ছে।’


রাফী জানিয়েছেন এরইমধ্যে তিনজনের সঙ্গে আলাপ হয়েছে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে হবে তাকে নিয়েই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে ছবিটির। অন্যদিকে ‘ওমর’সিনেমায় রাজ ছাড়াও আছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসির উদ্দিন খান। নির্মাতা রাজ জানিয়েছেন ছবিটি নিয়ে দুই বছর ধরে কাজ করছেন তিনি। শিগগিরই নামমবেন দৃশ্যধারণের কাজে। চলতি বছরই ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তার। 







আরও খবর


 সর্বশেষ সংবাদ

বিদায় ২০২৩ স্বাগত ২০২৪
নতুন বইয়ের ঘ্রাণে মাতবে ৩ কোটি ৮১ লাখ শিক্ষার্থী
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
আগৈলঝাড়ায় বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ
কালিহাতীর আফজালপুর চরে নৌকার বিশাল সভা
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

কালীগঞ্জে ২ ভাগে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা
স্বাধীনতার গান আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দিতে চান লেনিন
গাজীপুরে প্রেমিকাকে গলা কেটে হত্যা প্রেমিক আটক
এই প্রথম মৃত্যুবরণ কারী সকল ইপিএসকর্মী সহ প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রবাসী ভিআইপি ক্লাবের বিলেতে পথযাত্রা : পিঠা উৎসব ও সাংষ্কৃতিক অনুষ্ঠান
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com