মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
 
শিরোনাম: স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন        ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬        সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় : মির্জা ফখরুল        ফের ভূমিকম্পে কাঁপল দেশ        ডেঙ্গুর টিকার ট্রায়ালে সহযোগিতা করবে সরকার        ‘মায়ের কান্না’র আর্তনাদ কেন মানবাধিকারের ধ্বজাধারীদের কানে পৌঁছে না : তথ্যমন্ত্রী        আবারও বাড়লো এলপিজির দাম       


গোলাপি হোয়াটসঅ্যাপ থেকে সাবধান
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩, ৫:১৪ পিএম |

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে শুরু হয়েছে পুরনো এক জালিয়াতি। যা নিয়ে ভীষণ উদ্বিগ্ন সাইবার বিশেষজ্ঞরা। সম্প্রতি অ্যাপ ডাউনলোড করার লিংকসহ একটি মেসেজ পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজারদের। অনেকেই না জেনে সেই লিংক ক্লিক করে সর্বস্ব খুইয়ে এসেছেন।

আপনার কাছেও যদি বর্তমানে এমন কোনও লিংক এসে থাকে তাহলে অবিলম্বে সতর্ক হন। কারণ এই লিংকের আড়ালে রয়েছে ভয়ংকর ফাঁদ পেতে রয়েছে প্রতারকরা। ওই লিংকে যে অ্যাপটি ডাউনলোড করতে বলা হচ্ছে সেটি গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ।
এই লিংক পাঠিয়ে বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপে আরও বেশি ফিচার্স এবং নতুন লোগো যুক্ত করা হয়েছে। এই সুবিধা নিতে চাইলে আজই ডাউনলোড করুন এই অ্যাপ। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অ্যাপ সম্পূর্ণ ভুয়া, গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড করিয়ে ইউজারের ফোনে ভয়ংকর ম্যালওয়্যার ভাইরাস প্রবেশ করিয়ে দেওয়ার পরিকল্পনা জালিয়াতদের।

আজ থেকে ২-৩ বছর আগে এই প্রতারণা ব্যাপক শোরগোল ফেলেছিল দেশজুড়ে। যা আবার শুরু হয়েছে দেশের অনেক রাজ্যে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিজিটাল জমানায় মানুষের জীবনের অনেকটা অংশ কেটে যায় অনলাইন থেকেই।
আর এই সময় সর্বাধিক ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটি হোয়াটসঅ্যাপ। ভারতে কয়েক মিলিয়ন অ্যাক্টিভ ইউজার রয়েছে এই মেসেজিং অ্যাপের। এই বিপুল জনতাদের মধ্যে অনেক নিরীহ মানুষদের টার্গেট করেছে সাইবার জালিয়াতরা।
তাই দেশের সকল হোয়াটসঅ্যাপ ইউজারদের গোলাপি হোয়াটসঅ্যাপ সংক্রান্ত মেসেজ, মেইল বা যে কোনও ধরণের পোস্ট থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা।

কী কী ক্ষতি হতে পারে?

গোলাপি হোয়াটসঅ্যাপ ইনস্টল করলে ইউজারের ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই ভাইরাস ফোনে ঢুকে নানান অ্যাপ্লিকেশন যেমন ফটো গ্যালারি, সোশ্যাল মিডিয়া এবং ব্যাঙ্কিং অ্যাপের তথ্য চুরি করতে পারে। এমনকি ফোনে আসা ওটিপি ও পাসওয়ার্ডের অ্যাক্সেসও নিতে পারে।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছে, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ফ্রড মেসেজ ছড়িয়ে পড়েছে। যেখানে প্ল্যাটফর্মের লোগো পরিবর্তন করা। ফিচার ও অন্যান্য সুবিধা উন্নত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই মেসেজে।

কীভাবে সতর্ক থাকবেন?

আপনিও যদি গোলাপি রঙের হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে থাকেন ফোনে তাহলে এক্ষুণি সেটি ফোন থেকে আন-ইনস্টল করুন এবং সেই অ্যাপের সমস্ত ডেটা ফোন থেকে মুছে ফেলুন।

অচেনা নম্বর থেকে যদি এই ধরণের কোনও লিংক বা মেসেজ আসে তাহলে সেগুলো এড়িয়ে চলুন। পাশাপাশি ভেরিফায়েড সোর্স যেমন গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকেই হোয়াটসঅ্যাপ ইনস্টল করুন অথবা আপডেট করুন।









 সর্বশেষ সংবাদ

কোয়ার্টার ফাইনালে যে প্রতিপক্ষ পেল বাংলাদেশ
স্পেশাল ব্রাঞ্চের ওয়েবসাইটের উদ্বোধন
ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ২৫৯৬
আমি ভালো থাকলে তাদের সমস্যা কী, প্রশ্ন নিলয়ের স্ত্রীর
সরকার খালেদা জিয়াকে হত্যা করতে চায় : মির্জা ফখরুল
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

ঢাকায় সেরা পাঁচ ইংলিশ মিডিয়াম স্কুল
রূপগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
মেয়ের লাশ দেখেও মায়ের অস্বীকার-ডিএনএ টেষ্টে পরিচয় উদঘাটন
একজন তুমুল জনপ্রিয় বাংলা শিক্ষক
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য হলেন ড. মোহাম্মদ আবুল হোসেন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com