শিরোনাম: |
কান চলচ্চিত্র উৎসবে 'কাঠগোলাপ'র পোস্টার উম্মেচন
রিমন মাহফুজ, কান (ফ্রান্স) থেকে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান আহমেদ মুজতবা জামাল শোভন
|
![]() ![]() ![]() ছবিটির প্রযোজক ফরমান আলী ও পরিচালক সাজ্জাদ খান। ২০ মে শনিবার দুপুর ১২.৩০ মিনিটে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসির স্টলে কাঠগোলাপের পোস্টার উম্মোচন করেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি-বাচসাস সাধারণ সম্পাদক রিমন মাহফুজ। পোস্টার উন্মোচন অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন ডিইউজে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এসময কাঠগোলাপের পরিচালক সাজ্জাদ খান উপস্থিত ছিলেন। ![]() ছবিটির প্রযোজক ফরমান আলী সূত্রে জানা যায়, কান চলচ্চিত্র উৎসবে কাঠগোলাপ আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর ছবিটি দেশে এবং বিদেশের উৎসবে অংশ নিবে। কাঠগোলাপ ছবির কাজ অচিরেই শেষ হবে।
|