শিরোনাম: |
ভিস্তা এন্ড্রয়েড টিভি-ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড প্রদান
বিনোদন প্রতিবেদক
|
![]() টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ ট্রাব গত ২২ মার্চ বুধবার ঢাকা ক্লাব স্যামসন এইচ চৌধুরী মিলনায়তনে বর্নাঢ্য আয়োজনে ভিস্তা এন্ড্রয়েড টিভি-ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করে।অনুষ্ঠানে বরেণ্য রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকেআজীবন সম্মাননা প্রদান করা হয় । ![]() সংগীতের বিভিন্ন ক্যাটাগরিতে ভিস্তা এন্ড্রয়েড টিভি-ট্রাব মিউজিক অ্যাওয়ার্ড দেয়া হয়-নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম, লিয়াকত আলী লাকী, রবীন্দ্র সংগীত শিল্পী ড. অনিমা রায়, মোল্লা জালাল, রবি চৌধুরী, আলম আরা মিনু, মনির খান, এস ডি রুবেল,আখি আলমগীর, ফকির সাহাবউদ্দিন, সায়রা রেজা, হাসান মতিউর রহমান, এনামুল কবির সুজন, উদয় হাকিম (বেনুকা), কবি পারভীন রেজা, মেহরীন, তানজিনা রুমা, সোমনুর মনির কোনাল, রানো নেওয়াজ, অভি মঈনুদ্দিন, রুবিনা আলমগীর, জনি হক, শুভ্রা দেবনাথ, ![]() মারিয়া রিমা, আরমিন জামান নিশু, হোসনে আরা জলী, রুবিনা আলমগীর, ড. রায়াতুন তেহরিন টুনি, শাহরিয়ার আলম মার্শেল, মল্লিকা খান মুনা, ম্যাক অ্যাপেল, বাধন, আজম বাবু, সাইফুল ইসলাম, প্রিয় মনি, আলিশা ইসলাম, শামস মনোয়ার, সাকরিনা সাবা, কামরুজ্জামান রাব্বী, মাসুদ কোরাইশীসহ সংগীতাঙ্গনের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক. ম মোজাম্মেল হক এম পি।বিশেষ অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেস্টা ইকবাল সোবহান চৌধুরী, মমতাজ বেগম এমপি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, ভিসতা ইলেকট্রনিক্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, ![]() নিউইয়র্ক আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া চৌধুরী,এটিএন বাংলার উপদেস্টা তাশিক আহমেদ ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি রাজু আলীম। তারায় তারায় খচিত এ অনুষ্ঠান দেশের জনপ্রিয় সংগীত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
|