শিরোনাম: |
এবারও ইফতার বিক্রি করছেন মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক
|
![]() এক বছর পরে আবারও সেখানে ইফতার বিক্রির জন্য ফেসবুক লাইভ করলেন মাহি। শুক্রবার (২৪ মার্চ) মাহি বলেন ‘গত বছরের মতো এবছরও আমাদের ফারিশতা থেকে ইফতারের আয়োজন করা হয়েছে।’ সেখান থেকে ইফতার কেনার আহবান জানিয়ে রেস্তোরাঁর বাইরের ইফতার বুথ থেকে ইফতারের বিভিন্ন আইটেম ঘুরে ঘুরে দেখান নায়িকা। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর সদস্যরা। কদিন আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও কয়েক ঘণ্টা কারাভোগের পর এই প্রথম ফেসবুক লাইভে ফুরফুরে মেজাজে ধরা দিলেন মাহি। গত ৭ মার্চ স্বামী রাকিব সরকারকে নিয়ে ওহরাহ করতে গিয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বিমানবন্দর এলাকা থেকে ১৮ মার্চ বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলে নায়িকার। পরে আবার বিকেল ৫ টায় দিকে মাহিকে জামিন দেন আদালত। এরপর সন্ধ্যার দিকে কারামুক্ত হন তিনি।
|