রোববার ২৮ মে ২০২৩ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০
 
শিরোনাম: তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ধাপে ভোটগ্রহণ শুরু       ডেঙ্গু পরীক্ষায় সর্বোচ্চ ৫০০ টাকার বেশি নিলে ব্যবস্থা       আদাবরে বহুতল ভবনে আগুন       বঙ্গবন্ধুর নামে শান্তি পুরস্কার প্রবর্তনের ঘোষণা প্রধানমন্ত্রীর       সৌদি পৌঁছেছেন ২৪ হাজার হজযাত্রী       অশান্তি-সংঘাত নয়, সবার উন্নতি চাই: প্রধানমন্ত্রী       দুই ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি খোকন-শিরিনসহ ৩০ জন       


এবারও ইফতার বিক্রি করছেন মাহিয়া মাহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৭:১০ পিএম |

রোজার প্রথম দিনে ইফতার বিক্রি করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত বছর গাজীপুর চৌরাস্তার প্রধান সড়কে ‘ফারিশতা’ নামে একটি রেস্তোরাঁ দিয়েছেন তিনি। সেটির আনুষ্ঠানিক উদ্বোধনের আগে গত বছরও সেখানে ইফতার বিক্রি করেছেন নায়িক।
এক বছর পরে আবারও সেখানে ইফতার বিক্রির জন্য ফেসবুক লাইভ করলেন মাহি। শুক্রবার (২৪ মার্চ) মাহি বলেন ‘গত বছরের মতো এবছরও আমাদের ফারিশতা থেকে ইফতারের আয়োজন করা হয়েছে।’

সেখান থেকে ইফতার কেনার আহবান জানিয়ে রেস্তোরাঁর বাইরের ইফতার বুথ থেকে ইফতারের বিভিন্ন আইটেম ঘুরে ঘুরে দেখান নায়িকা। এ সময় নায়িকার সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব সরকার ও রেস্তোরাঁর সদস্যরা।
কদিন আগেই ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ও কয়েক ঘণ্টা কারাভোগের পর এই প্রথম ফেসবুক লাইভে ফুরফুরে মেজাজে ধরা দিলেন মাহি। 
গত ৭ মার্চ স্বামী রাকিব সরকারকে নিয়ে ওহরাহ করতে গিয়েছিলেন মাহি। ওমরাহ পালন শেষে দেশে ফিরলে পুলিশের করা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় বিমানবন্দর এলাকা থেকে ১৮ মার্চ বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 
গ্রেপ্তারের পর মাহিকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলে নায়িকার। পরে আবার বিকেল ৫ টায় দিকে মাহিকে জামিন দেন আদালত। এরপর সন্ধ্যার দিকে কারামুক্ত হন তিনি।









প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]