শিরোনাম: |
টেকনাফের গহীন পাহাড় থেকে অপহৃত ৭ বাংলাদেশী উদ্ধার
মো.শাহাদত হোছাইন, কক্সবাজার প্রতিনিধি
|
![]() কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড় থেকে অপহৃত ৭ বাংলাদেশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়ারা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হোসাইন আহমদের ছেলে আরিফ উল্লাহ (১৫), ইছহাক উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (১৭), বশির আহমদের ছেলে ফজল করিম (৩৮), জাফর আলমের ছেলে জাফরুল ইসলাম (৩৫), নজির আহমদের ছেলে আরিফ উল্লাহ (২২), হায়দার আলীর ছেলে রশিদ আলম (২৮) ও জাফর আলমের ছেলে জয়নুল ইসলাম (৪৫)। শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার সাকিল আহমেদের নের্তৃত্বে টেকনাফ মডেল থানা, ডিবি পুলিশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ও এলাকাবাসী যৌথ অভিযান চালিয় গভীর পাহাড় থেকে তাদের জীবিত উদ্ধার করেন। বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শারীরিক পরীক্ষা শেষে পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। আগামী শনিবার এ বিষয়ে জেলা পুলিশ প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে কলেজ ছাত্রসহ ৭ জনকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
|