শিরোনাম: |
রোজিনার নতুন গান ‘উন্নয়নে শেখ হাসিনা’
বিনোদন রিপোর্ট
|
![]() ![]() সুর ও সঙ্গীতায়োজন করেছেন শামীম মাহমুদ। ভিডিও পরিচালনা করেছেন রাজ কামাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবেসেই নিজের উদ্যোগে গানগুলো করেন উল্লেখ করে রোজিনা বলেন, ‘আমি নানা ধরনের গান গাই। তবে দেশের ও দেশের উন্নয়নের গান গাইতে বেশি ভালো লাগে। এর আগেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একাধিক গান প্রকাশিত হয়েছে। মুক্তিযুদ্ধে বিশ্বাসী দর্শক-শ্রোতারা গানগুলোকে খুব ভালোবাসা দিয়েছেন। আশা করি এই গানটিও তাদের মন জোগাবে।’ রোজিনা আক্তারের দীর্ঘদিন ধরে গানের সঙ্গে বসবাস। গানের মাধ্যমেই তিনি খুঁজে পান বেঁচে থাকার প্রেরণা। শুধু দেশ, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীই নয়, তার গানে উঠে এসেছে গার্মেন্টস শ্রমিক, বৃদ্ধাশ্রম ও দুঃখী মায়ের গল্পও।
|