শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ চৈত্র ১৪২৯
 
শিরোনাম: ইফতার আয়োজন না করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর        অতীতে কখনোই রমজানে আন্দোলনের ঘোষণা দেখিনি : তথ্যমন্ত্রী        ২৪ ঘণ্টার মাথায় কর্মসূচিতে পরিবর্তন আনল বিএনপি        মোদি আমার বক্তৃতা নিয়ে ভীত, তাই সংসদ সদস্য পদ খারিজ করেছে : রাহুল        বিএনপি পাকিস্তানের দালাল পার্টি : কাদের        তারিকের গোলে সিশেলসকে হারাল বাংলাদেশ        গণহত্যার স্বীকৃতি পেতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে : মুক্তিযুদ্ধমন্ত্রী       


আজ ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভা গফরগাঁও থেকে ৫০হাজার লোকের যাত্রা
এইচ কবীর টিটো, গফরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩, ১:৩৩ পিএম |


ময়মনসিংহ নগরীর প্রধান প্রধান সড়কে এখন ব্যানার, ফেস্টুন আর ডিজিটাল ডিসপ্লেতে রঙিন করে তুলেছে ময়মনসিংহ শহর। এর সবকিছুতে ফুটিয়ে তোলা হয়েছে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে দেয়া বার্তা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষেও নেয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগ।
দীর্ঘ চার বছর পর শনিবার দুপুরে সফরে এই নগরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। তিনি এখানে শতাধিক প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে নগরীর সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন দলীয় সভাপতি। ১৪ থেকে ১৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে স্মরণকালের বৃহৎ জনসভা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। সার্কিট হাউজ অভিমুখে আ. লীগ নেতা-কর্মীদের মিছিলের সারি।

গফরগাঁও আওয়ামিলীগের সভাপতি ও ১০ আসনের এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে কমপক্ষে ৫০ হাজার লোকের জমায়েত নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে সার্কিট হাউজ অভিমুখে দলের নেতা-কর্মীদের মিছিল গতকাল থেকে ৭টি ট্রেন,শতাধিক পিকআপ,ট্রাক নিয়ে যাত্রা অব্যাহত আছে । তাদের সবার মুখে স্লোগান। হাতে বর্ণিল ব্যানার, ফেস্টুন। প্রায় ৪ বছর পর আজ শনিবার সার্কিট হাউজ মাঠের এই জনসভায় বিকেল ৩টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মাঠে গিয়ে দেখা যায়,  তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন মঞ্চ।



এই জনসভাকে ঘিরে গত এক মাস ধরে প্রচার চলছে। গফরগাঁওয়ের ১৫ ইউনিয়ন ও পৌরসভার  অলিগলি,  সড়কের মোড়ে মোড়ে  পোস্টার, ব্যানার নিয়ে সমাবেশ পথ সভা অব্যাহত ছিলো।
জনসভা মাঠ ও আশপাশের এলাকায় বসানো হয়েছে শত শত মাইক। এছাড়া মাঠে থাকবে ৫০
 পেয়ার সাউন্ড সিস্টেম। পাশাপাশি বিভিন্ন জায়গায় বসানো বড় পর্দায় সভার কার্যক্রম সরাসরি দেখানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে পুরো ময়মনসিংহ ।










 সর্বশেষ সংবাদ

ইফতার আয়োজন না করতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
গৌরনদীতে ভুঁয়া ভ্রম্যমান আদালত দিতে এসে মাদারীপুরের ৫ কথিত সাংবাদিক আটক
ট্রাব’র অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মল্লিকা মুনা
প্রেম নয়, সোজা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন উরফি!
টি-টোয়েন্টি সিরিজের টিকেট বিক্রি শুরু আজ, পাওয়া যাবে অনলাইনে
আরো খবর ⇒


 সর্বাধিক পঠিত

১১ বছর পর রায়, ২৩ জনের মৃত্যুদণ্ড ৬ জনের যাবজ্জীবন
এক শো'তে ২৫ হাজার দর্শক মাতালেন আঁখি
বিএফডিএসের তত্মাবধানে বিশ্ব মুখ গহ্বর স্বাস্হ্য দিবস পালন
ফিড এনজিও'র কার্যক্রম শীগ্রই স্পেন থেকে বহির্বিশ্বে যাত্রা শুরু করবে
লক্ষ্মীপুরে সাবেক পৌর মেয়র তাহেরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: [email protected]