প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৮:৫৩ PM
বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ায় সুপার এইটের দৌড়ে এগিয়ে যেতে এ ম্যাচেও জয় চান টাইগার অধিনায়ক শান্ত। দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটাও অভিন্ন নয়। প্রথম দুই ম্যাচ জয়ের পর আজ বাংলাদেশকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা।
সোমবার (১০ জুন) টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার ম্যাচ থেকে আছে একটিই পরিবর্তন। সৌম্য সরকারের জায়গায় দলে এসেছেন জাকের আলী। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি সরাসরি দেখাবে নাগরিক টেলিভিশন। এছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। দুই দলের লড়াই বিনামূল্যে উপভোগ করতে এই লিঙ্কে ক্লিক করুন। মাত্র একদিনের সাবস্ক্রিপশন কিনেও ম্যাচটি দেখতে পারবেন। সেক্ষেত্রে এই লিঙ্কে প্রবেশ করুন।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান