শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী       মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামীকাল       মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: সেতুমন্ত্রী       আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল       ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু       অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী       আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী      


‘রিয়াদ বড় ম্যাচের পারফর্মার’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪, ৫:২৯ PM

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। লাল-সুবুজ জার্সিতে দলে একাধিকবার ত্রাণকর্তার ভূমিকায় আবির্ভূত হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আইসিসি ইভেন্টে রিয়াদ যেন একটু বেশিই রঙিন। বহু প্রতিকূলতা অতিক্রম করে নিজের জাত চিনিয়ে জাতীয় দলে আবারও ফিরেছেন তিনি। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও যেমন দলের হাল ধরেছিলেন, সংক্ষিপ্ত ফরমেটের বিশ্বকাপেও প্রথম ম্যাচেও চাপের সময়ে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জিতিয়েছেন রিয়াদ। অথচ এই রিয়াদকে নিয়ে এক সময় চর্চা হতো তাকে চলে না আর বাংলাদেশ দলে; বয়স হয়ে গেছে। তবে এক সময়ের সেই ঘোর নিন্দুকরাও এখন বাধ্য হয়েছেন তার প্রশংসায় মাততে। এই সাইলেন্ট কিলারকে নিয়ে এক সময়  ফিল্ডিং, স্ট্রাইকরেট নিয়ে যত প্রশ্ন উঠেছিল সব কিছুর উত্তর দিয়েছেন তিনি মাঠে। এবার তাকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।  

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে মাহমুদউল্লাহ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘সে (রিয়াদ) ভালোভাবে ফিনিশ করতে পারে, এজন্যই সে সেখানে ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে। চাপের মধ্যে আমাদের দলের সবচেয়ে ঠাণ্ডা মাথার মানুষদের মধ্যে সে একজন। রিয়াদ জানে তার কাজটা কী।’ তিনি আরও বলেন, ‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করলো। রিয়াদ বড় ম্যাচের পারফর্মার। বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’ লঙ্কানরা টাইগারদের সাথে দুই উইকেটে হেরে বিশ্বকাপ থেকেই প্রায় ছিটকে গেল। বিপরীতে বেশ ভালোভাবেই বাংলাদেশের টিকে আছে সুপার এইটে খেলার স্বপ্ন। দল জিতলেও স্বস্তিতে নেই হাথুরুসিংহে, তার চিন্তা জুড়ে ব্যাটিং। ব্যর্থতার কারণও খোঁজে বের করেছেন হেড কোচ, ‘আমি আরও ভালো পারফরম্যান্স আশা করছি। ২-৩ ম্যাচ আগে আমাদের শতরানের জুটি হয়েছিল। আমরা কিছুটা অধারাবাহিক রয়েছি এখানে। এখানে আত্মবিশ্বাসের ঘাটতিও আছে।’

‘ফরম্যাটটা কঠিন; নিজের মত করে সময় নিয়ে ফর্মে ফেরা বা সময় নেওয়ার ক্ষেত্রে কারণ আপনাকে শুরু থেকেই মেরে খেলতে হবে। আত্মবিশ্বাস টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক জরুরি ব্যাপার। অনেকে রানে নেই। এখানে টেকনিক্যাল কোনো বিষয় নেই কারণ তারা ট্রেনিং করছে সেখানে ভালো করছে। এখানে আত্মবিশ্বাসের ঘাটতির কারণে রান কম পাচ্ছে। ভালো ব্যাপার হল, লিটন পরিস্থিতি অনুযায়ী ভালো রান করেছে। বিষয়টা ইতিবাচক ছিল।’ 







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com