শনিবার ২৭ জুলাই ২০২৪ ১২ শ্রাবণ ১৪৩১
 
শিরোনাম: ক্ষতিগ্রস্ত সেতু ভবন ও দুযোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী       মোবাইল ইন্টারনেট চালু হতে পারে আগামীকাল       মেট্রোরেল কবে চালু হবে বলা যাচ্ছে না: সেতুমন্ত্রী       আজ ঢাকাসহ ৪ জেলায় বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল       ঢাকা-বরিশাল রুটে সীমিত পরিসরে লঞ্চ চলাচল শুরু       অর্থনীতিকে পঙ্গু করতেই সহিংসতা চালানো হয়েছে: প্রধানমন্ত্রী       আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে প্রধানমন্ত্রী      


নিজের বায়োপিকে অভিনয় করতে পারেন সানিয়া মির্জা
বিনোদন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ জুন, ২০২৪, ৫:৪৬ PM

বলিউডে বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তির বায়োপিক নির্মিত হয়েছে। সেসব সিনেমার মধ্যে রয়েছে মেরি কম, ভাগ মিলখা ভাগ, আজহার, এম এস ধোনি। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সানিয়া মির্জার নাম। রনি স্কিওয়ালার প্রযোজনা সংস্থা আরএসভিপি- সিনেমাটি প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছে। 

বছর খানেক আগেই এই বায়োপিক নিয়ে কথা শোনা গেলেও এখনো উল্লেখযোগ্য কোনো কাজ শুরু হয়নি। তবে এবার নিজের বায়োপিকে অভিনয় করার সম্ভাবনার কথা জানালেন টেনিস তারকা সানিয়া মির্জা। সম্প্রতি, কপিল শর্মার শোয়ে এক প্রশ্নের উত্তরে সানিয়া মির্জা বলেন, ‘আমাদের দেশে প্রচুর ভাল অভিনেত্রী রয়েছেন। যে কেউই অভিনয় করতে পারেন। অন্যথায় আমি নিজেও অভিনয় করতে পারি।’ এর আগে শাহরুখ খান এক বার একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সানিয়ার বায়োপিকে তার প্রেমিকের চরিত্রে অভিনয় করতে চান। কপিল শর্মা বিষয়টি মনে করিয়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন সানিয়া। কারণ, সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তাই হয়তো মজা করে সানিয়া বলেন, ‘কিন্তু তার আগে তো আমাকে ভালবাসার পাত্র খুঁজে পেতে হবে।’ সানিয়া আরো বলেন, ‘শাহরুখ রাজি হলে আমি নিজেই অভিনয় করব। এ ছাড়াও অক্ষয় কুমার যদি রাজি হন, তা হলেও আমি ছবিটা করব।’ উল্লেখ্য, সানিয়া মির্জা ভারতীয় পেশাদার টেনিস খেলোয়াড়। তিনি ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় টেনিস অঙ্গনে এক নম্বর অবস্থান করা সর্বোচ্চ রেকর্ডধারী খেলোয়াড়।

সূত্র: ডেকান ক্রনিক্যাল







আরও খবর


প্রকাশক: এম এন এইচ বুলু
ভারপ্রাপ্ত সম্পাদক : মাহফুজুর রহমান রিমন  |   উপদেষ্টা সম্পাদক : রাজু আলীম  
বিএনএস সংবাদ প্রতিদিন লি. এর পক্ষে প্রকাশক এম এন এইচ বুলু কর্তৃক ৪০ কামাল আতাতুর্ক এভিনিউ, বুলু ওশেন টাওয়ার, (১০তলা), বনানী, ঢাকা ১২১৩ থেকে প্রকাশিত ও শরীয়তপুর প্রিন্টিং প্রেস, ২৩৪ ফকিরাপুল, ঢাকা থেকে মুদ্রিত।
ফোন:০২৯৮২০০১৯-২০ ফ্যাক্স: ০২-৯৮২০০১৬ ই-মেইল: spnewsdesh@gmail.com